Koel Mallick: হাতের মুঠোর বলিউডের সুযোগ পেয়ে কেন ফিরিয়ে ছিলেন কোয়েল

Koel Mallick

বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। বাবা রঞ্জিত মল্লিক জনপ্রিয় অভিনেতা হলেও, বাবার নামে কোয়েল জনপ্রিয় হননি। নিজের গুণে সবার মন জয় করে নিয়েছেন অভিনেত্রী। টলিউডে যার এত নাম তিনি কি কখনো বলিউডে ছবিতে সুযোগ পাননি? এই প্রশ্ন মনে আসছে তাই না? সুযোগ আসেনি তা নয়, সুযোগ এসেছিল। কিন্তু ইচ্ছে করেই সেই সুযোগ হাতছাড়া করেছিলেন কোয়েল।

২০০৬ সালে রিলিজ হওয়া ছবি ‘গ্যাংস্টার’ দিয়ে বলিউডে ডেবিউ হয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত-এর। কিন্তু এই ছবির জন্য প্রথমে বাছাই করা হয়েছিল কোয়েলকে। ছবির কাহিনীও বেশ পছন্দ হয়েছিল কোয়েলের। কিন্তু শেষ পর্যন্ত অভিনেত্রী রাজি হননি।

   

পরিচালক অনুরাগ বসু যখন কোয়েলকে স্ক্রিপ্ট পড়ে শোনালেন তখন জানা যায়, এই কাহিনীতে রয়েছে ইমরান হাসমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য। আর এটাতেই নারাজ ছিলেন অভিনেত্রী। আর তাই তিনি আর ওই সিনেমা করেননি। এরপর ওই অফারটি চলে যায়, কঙ্গনার কাছে। কঙ্গনা রাজি হয়ে যান, আর এই থেকেই পরিচিতি লাভ করেন।

“গ্যাংস্টার” ছবির মতো এত হিট ছবির অফার ফিরিয়ে দিতে কোনো আপোষ করেননি টলি কুইন। অনুরাগ বসু এই বিষয়ে বলেছিলেন, “কোয়েলের জায়গায় যদি অন্য কেউ থাকত, তাহলে এই অফার ছাড়ার আগে দুবার ভাবত।” তবে ছবির কাজ না করার পর কিন্তু অনুরাগ বসুর সাথে এখনও অভিনেত্রীর খুব সুন্দর সম্পর্ক রয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন