আল্লু অর্জুন কেন ‘পুষ্পা 2’-এ শাড়ি ও চুড়ি পরেছিলেন? জানুন ‘গঙ্গামা থালি’ লুকের পুরো গল্প

আর কয়েক দিনের অপেক্ষা তার পরেই বড় পর্দায় মুক্তি পাবে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) বহু প্রতিক্ষিত ছবি ‘পুষ্পা ২’ (Pushpa 2) । ইতিমধ্যেই ছবির ট্রেলার, গান দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফলেছে । পাশাপাশি ছবিতে আল্লু অর্জুনের নতুন লুকও বেশ আলোচনার সৃষ্টি করেছে। বিশেষ করে তার ‘গঙ্গামা থাল্লি’ (Gangama Thali) লুকটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তবে আল্লু অর্জুন কেন এমন লুক নিয়েছেন, এবং তার পেছনে কী অনুপ্রেরণা রয়েছে, তা নিয়েই তৈরি হচ্ছে নানা প্রশ্ন। 

Advertisements
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Allu Arjun (@alluarjunonline)

   

ছবির পোস্টার ও ট্রেলারে আল্লু অর্জুনকে (Allu Arjun) দেখতে পাওয়া যাচ্ছে পাট্টু শাড়ি, নীল বডি পেইন্ট, নাকের আংটি, চুড়ি, নেকলেস এবং লেবুর মালা পরিহিত অবস্থায়, যা একদমই ঐতিহ্যবাহী গয়নার মতো। তার এই লুকটি সম্পূর্ণভাবে অ্যান্ড্রোজিনাস স্টাইলে ডিজাইন করা, যেখানে নারী ও পুরুষের লুকের মিল দেখা যাচ্ছে। এই স্টাইলটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং এটি ভক্তদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

আল্লু অর্জুন (Allu Arjun) ‘গঙ্গামা থাল্লি’ (Gangama Thali) লুক কারণ হিসাবে জানা গিয়েছে জানা গেছে যে এই লুকটি ভারতীয় পুরাণ এবং বিশেষ করে দেবী ‘গঙ্গামা থাল্লির’ রূপ থেকে অনুপ্রাণিত। ‘গঙ্গামা বা গঙ্গামা থালি’ দক্ষিণ ভারতের তিরুপতি অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেবী, যাকে শান্তি ও সুরক্ষার দেবী হিসেবে পূজা করা হয়। গঙ্গামাকে নারীর সুরক্ষার সঙ্গে যুক্ত হিসাবেও দেখা হয় । দেবী গঙ্গামা থাল্লির পুজো তিরুপতি অঞ্চলে বিশেষভাবে ব্যাপক প্রচলিত। 

Advertisements

আল্লু অর্জুনের (Allu Arjun) এই লুকটি আসলে ‘গঙ্গামা’ (Gangama Thali) জটারা উৎসব থেকে অনুপ্রাণিত, যা প্রতি বছর মে মাসে তিরুপতির বিখ্যাত ‘গঙ্গামা’ পুজোর সময় উদযাপিত হয়। এই উৎসবে মানুষের মধ্যে দাপ্পুর শব্দ শুনতে পাওয়া যায়, যা উৎসবের শুরুকে চিহ্নিত করে। পুরো অনুষ্ঠানটি দেবী গঙ্গামার আশীর্বাদ পেতে ভক্তদের নানা আচার পালন করে। 

এছাড়া, ‘গঙ্গামা’ (Gangama Thali) দেবী মহিলাদের সুরক্ষা এবং শান্তি রক্ষার প্রতীক হিসেবে পূজিত হন, তাই আল্লু অর্জুনের (Allu Arjun) ছবিতে তার ‘গঙ্গামা থাল্লি’ লুক তুলে ধরা হয়েছে। ছবির মাধ্যমে আল্লু অর্জুন মহিলাদের সুরক্ষা ও শান্তির প্রতীক হিসেবে গঙ্গামার রূপে দর্শকদের সামনে উপস্থিত হচ্ছেন। এটি কেবল একটি লুক নয়, বরং একটি সামাজিক বার্তা হিসেবে উঠে এসেছে। আগামী ৫ ডিসেম্বর সারা দেশ জুড়ে মুক্তি পাবে ‘পুষ্পা ২'(Pushpa 2) ।