নিজের জন্মদিনে কাকে ভালোবাসার বার্তা দিলেন স্বস্তিকা?

আজ, ১৩ ডিসেম্বর টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) জন্মদিন। এই বছর তিনি ৪৪ বছরে পা রাখলেন (44th birthday)। জন্মদিন মানেই বিশেষ উদযাপন। তবে…

swastika-mukherjee

আজ, ১৩ ডিসেম্বর টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) জন্মদিন। এই বছর তিনি ৪৪ বছরে পা রাখলেন (44th birthday)। জন্মদিন মানেই বিশেষ উদযাপন। তবে স্বস্তিকা সেই উদযাপনে নিজস্বতা যোগ করেছে। অভিনেত্রী নিজেকেই নিজের অনুপ্রেরণার উৎস হিসেবে তুলে ধরলেন। সোশ্যাল মিডিয়াতে নিজের জন্যই লিখলেন এক হৃদয়স্পর্শী বার্তা।

স্বস্তিকার (Swastika Mukherjee) জন্মদিন উপলক্ষে শেয়ার করা ছবিগুলো যেমন আনফিল্টার্ড, তেমনি সাহসী। ছবিতে স্পষ্ট তাঁর পাকা চুল, মুখের বলিরেখা এবং চোখের নিচের কালো দাগ। এসব বিষয়কে নেতিবাচক দৃষ্টিতে দেখার পরিবর্তে দেখিয়েছেন জীবনের অভিজ্ঞতা, অর্জন আর প্রকৃত সৌন্দর্যের গল্প হিসাবে। 

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13)

নিজের জন্য এই বিশেষ বার্তায় (Birthday message) স্বস্তিকা (Swastika Mukherjee) লিখেছেন, “প্রিয়তমা, শুভ ৪৪ তম জন্মদিন। যে পাকা চুল একসময় ভয়ের কারণ ছিল, এখন তা রুপোর মতো উজ্জ্বল। তুমি ক্লান্ত চোখ দেখছ? আমি অভিজ্ঞতা দেখছি। তুমি ডার্ক সার্কেল দেখছ? আমি অর্জন দেখছি। তুমি বলিরেখা দেখছ? আমি একজন প্রকৃত নারীকে দেখছি। আমি একজন শিল্পী, একজন মা, একজন বন্ধুকে দেখছি।”

তাঁর বার্তা এখানেই শেষ নয়। স্বস্তিকা (Swastika Mukherjee) আরও যোগ করেছেন,“তুমি তুমিই থাকবে। বিনয়ী, নম্র, সৎ। পৃথিবী তোমার জন্য যা-ই করুক না কেন, সবসময় নিজের মতো থেকো। মনে রেখো, আমি তোমার সঙ্গে আছি। এমনকি তখনও, যখন তুমি নিজের সঙ্গে থাকো না। যখন তুমি নিজেকে ভালোবাসতে ভুলে যাও, সেসব দিনগুলোতেও আমি তোমাকে ভালোবাসি। তোমায় সবসময় ভালোবাসি। শুভ জন্মদিন, আমার আদরের এসএম। সম্মানের সঙ্গে আরও বড় হও।”

স্বস্তিকার (Swastika Mukherjee) এই মন ছুঁয়ে যাওয়া বার্তা তাঁর অনুরাগীদের মুগ্ধ করেছে। একজন মন্তব্য করেছেন, “এটা সত্যিই খুব অনুপ্রেরণাদায়ক। একজন সত্যিকারের মহিলার জন্য অনেক শুভেচ্ছা।” আরেকজন লেখেন, “আপনার গোলাপি ফ্রেমের চশমা অসাধারণ! এটা আপনার সঙ্গে একদম মানানসই।” আবার কেউ বলেছেন, “নিজেকে এভাবে ভালোবাসার দৃষ্টান্ত দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি আমাদের শিখিয়েছেন, কীভাবে নিজেকে ভালোবাসতে হয়।”

উল্লেখ্য, স্বস্তিকা মুখোপাধ্যায়কে (Swastika Mukherjee) দর্শকরা শেষবার সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা ছবিতে দেখেছিলেন। এই ছবিতে দেব ও রুক্মিণী মৈত্রও ছিলেন মুখ্য ভূমিকায়। স্বস্তিকার অভিনয় যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি তাঁর ব্যক্তিগত জীবন এবং নিজের প্রতি এই নিঃশর্ত ভালোবাসার বার্তা মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছে।