Dev-Rukmini: রুক্মিণীর সঙ্গে বেড়াতে গিয়েও কাকে মিস করলেন দেব?

Dev-Rukmini

অবশেষে ভ্রমণ হল শেষ, এবার বাড়ি ফেরার পালা। টলিউড সুপারস্টার অভিনেতা দেব (Dev) সেই পুজোর সময় থেকে সুদূর গ্রীসে ছুটি কাটাছিলেন অভিনেত্রী রুক্মিণীর সাথে। সদ্য এই টলিউডখ্যাত জুটি ছুটি কাটিয়ে দেশে ফিরলেন।

Advertisements

আর বাড়ি ফেরা মাত্রই অভিনেতা দেবের কোলো ঝাঁপিয়ে পড়লো তার দুই পোষ্য। দেবের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে সদ্য পোস্ট করা একটি ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে, অভিনেতা বাড়ি ফেরা মাত্রই অভিনেতার কাছে ভালোবাসা পাবার জন্য ছটফট করছে তার দুই পোষ্য। এই দেখেই বোঝা যায় যে, ভক্ত তার প্রভুদের না দেখে বেশিদিন দূরে থাকতে পারে না।

এই জন্যই কথায় বলে, পোষ্যরা হয় প্রভুভক্ত। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা মাত্রই লাইক পেরিয়েছে ১৪হাজারের ওপরে। বর্তমানে, অভিনেতাকে দেখতে পাওয়া যাচ্ছে ষ্টার জলসার ‘ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন৩’-এ অনন্যম মূল বিচারকের আসনে।

Advertisements