কবে দ্বিতীয়বার বাবা-মা হবেন ঐশ্বরিয়া-অভিষেক? জানালেন অভিনেতা

বি টাউনের জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) দীর্ঘদিন ধরেই শিরোনামে রয়েছেন। তারকা দম্পতি তাদের বিবাহবিচ্ছেদের খবর নিয়ে…

বি টাউনের জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) দীর্ঘদিন ধরেই শিরোনামে রয়েছেন। তারকা দম্পতি তাদের বিবাহবিচ্ছেদের খবর নিয়ে নানান গুঞ্জন থাকলেও, এখনও পর্যন্ত কেউই এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। সম্প্রতি তাদের একসঙ্গে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যা দেখে ভক্তরা কিছুটা শান্তি পেয়েছেন। 

Advertisements
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Abhishek Bachchan (@bachchan)

Advertisements

সম্প্রতি অভিষেক বচ্চন (Abhishek Bachchan) উপস্থিত হয়েছিলেন রিতেশ দেশমুখ Riteish Deshmukhএর শো ‘কেস তো বান্তা হ্যায়’-এ । এই শো তে বেশ কিছু মজার এবং গুরুতর প্রশ্নের উত্তর দেন অভিষেক। শোতে, রিতেশ অভিষেকের থেকে পারিবারিক জীবন সম্পর্কে জানার চেষ্টা করেন। এ সময়, রিতেশ জুনিয়র বচ্চন এবং ঐশ্বর্যা রাইয়ের দ্বিতীয়বার বাবা-মা হওয়ার কথা নিয়ে হাস্যকর মন্তব্য করেন।

২০০৭ সালে একে অপরকে প্রেম করার পর, অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। চার বছর পরে তাদের প্রথম সন্তান, আরাধ্যা বচ্চন পৃথিবীতে আসে। বর্তমানে, আরাধ্যার বয়স ১৩ বছর । এমন পরিস্থিতিতে ভক্তরা জানতে চাই, আরাধ্যা কি ছোট ভাই বা বোন চান না?

এই প্রসঙ্গে, রিতেশ (Riteish Deshmukh) মজা করে অভিষেককে বলেছিলেন, “অমিতাভ জি, ঐশ্বর্যা, আরাধ্যা, আর আপনি অভিষেক, সবাই ‘এ’ দিয়ে শুরু করেন। তাহলে জয়া আন্টি আর শ্বেতা কি করলেন?” অভিষেক এই প্রশ্নে হেসে জবাব দেন, “এ বিষয়ে তাকে (শ্বেতা) জিজ্ঞাসা করতে হবে। তবে সম্ভবত এটি আমাদের পরিবারের একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে।” এরপর রিতেশ তাকে আরেকটি প্রশ্ন করেন, “আরাধ্যার পর?”

অভিষেক (Abhishek Bachchan) হাসিমুখে বলেন, “না, এখন দেখব পরের প্রজন্ম কবে আসে।”এদিকে, রিতেশ মজা করে বলেন, “কে এতক্ষণ অপেক্ষা করে?”এর পর, রিতেশ নিজের সন্তানদের নাম উল্লেখ করেন, “যেমন রিতেশ, রিয়ান, রাহিল…” অভিষেক লজ্জা পেয়ে বললেন, “দয়া করে আপনার বয়স বিবেচনা করুন, রিতেশ। আমি তোমার থেকে বড়!” এই মুহূর্তটি দেখে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়ে।

প্রসঙ্গত, সম্প্রতি অভিষেক-ঐশ্বর্যা (Aishwarya – Abhishek) তাদের বিবাহবিচ্ছেদের গুজব উড়িয়ে দিয়ে একটি বিয়ের রিসেপশনে একসঙ্গে উপস্থিত হয়েছিলেন। সেখানে একসঙ্গে বহু ছবি ক্লিক করেছেন, যা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।