ছেলের সঙ্গে বেডরুমে ছিলেন জাহ্নবী, বাবার হাতে ধরা পড়ে পেলেন শাস্তি!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় থাকেন। বর্তমানে শিখর পাহাড়িয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছে। এই…

Discover the full story when Boney Kapoor caught Janhvi Kapoor with a boy in her bedroom. Find out how the incident unfolded and the surprising consequences that followed.

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় থাকেন। বর্তমানে শিখর পাহাড়িয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছে। এই গুঞ্জন কিছুটা নিশ্চিত করেছেন জাহ্নবী নিজেই। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তার ব্যক্তিগত জীবনের একটি মজার ঘটনা শেয়ার করেছেন।

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবির প্রচারের সময় জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) তার ব্যক্তিগত জীবনের এক অদ্ভুত ঘটনা শেয়ার করেন। জাহ্নবী বলেন, “আমরা যখন আমাদের পুরনো বাড়িতে থাকতাম, তখন একদিন আমি আমার এক পুরুষ বন্ধুকে বাড়িতে ডেকেছিলাম। বাড়িতে তখন কেউ ছিল না এবং আমরা দুজন বেডরুমে গল্প করছিলাম।

   

জাহ্নবী (Janhvi Kapoor)আরও বলেন “এমন সময় আমার বাবা বাসায় ফিরে আসেন। আমি কিছু বুঝতে না পেরে তাকে জানালা দিয়ে বের হতে বলি। ভাবলাম জানালা দিয়ে গেলে পাপা জানবে না, কিন্তু বাবা সিসিটিভি ক্যামেরায় সব কিছু দেখেছিলেন এবং আমার পুরো পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। এরপর বাবা আমাকে শাস্তি দেন এবং বাড়ির সমস্ত জানালায় গ্রিল লাগিয়ে দেন।”

Advertisements

বনি কাপুর এবং শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) ইতিমধ্যেই অনেক সাফল্য অর্জন করেছেন। জাহ্নবীর অভিনীত ছবিগুলোর মধ্যে ‘ধড়ক’ ছিল তার কেরিয়ারের প্রথম ছবি, যা তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। এরপর ‘দেবরা’ ছবির মাধ্যমে জাহ্নবীর নাচ এবং অভিনয় প্রশংসিত হয়। বর্তমানে জাহ্নবী তার আসন্ন ছবি ‘পরম সুন্দরী’ নিয়ে আলোচনায় রয়েছেন। ছবিতে তাকে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। এছাড়াও জাহ্নবীকে শীঘ্রই বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সানি সংস্কৃতি কি তুলসি কুমারী’ ছবিতে দেখা যাবে। 

‘আমাকে ক্ষমা করে দাও…,’ ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে কেঁদে ফেললেন সেলিনা গোমেজ, পেলেন হুমকি!

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News