Uorfi Javed: লজ্জা ভুলে সবার সামনে প্যান্টের চেন খুলে এ কী দেখাচ্ছেন উরফি

Uorfi Javed

দিনে দিনে আরও বোল্ড হয়ে উঠছেন বলিউডের ফ্যাশন কুইন উরফি জাভেদ (Uorfi Javed)। তাকে নিয়ে সমালোচনা প্রায় প্রতিদিনই হয়। আর এবার আবারও উদ্ভট পোশাক পরে সমালোচনার শীর্ষে উঠে এলেন উরফি জাভেদ।

Advertisements

সম্প্রতি তার পোস্ট করা নতুন ভিডিওতে সকলকে চমকে দিয়েছেন উরফি জাভেদ। এবার ক্যান খোলার ছিপি দিয়ে উর্ধ্বাংশের আবরণ বানিয়ে ফেললেন উরফি জাভেদ। কালো অন্তর্বাসের উপর ক্যানের টপ পরে নজর কেড়েছেন ফ্যাশনিস্তা। হঠাৎ করে আপনার দেখে মনে হতে পারে শ্রাগ পরেছেন উরফি জাভেদ। কিন্তু ভাল করে দেখলেই বোঝা যাবে, ক্যান খুলে পানীয় খাচ্ছিলেন উরফি, সেখান থেকে এই ফন্দি এটেছেন উরফি।

তবে এইউদ্ভট পোশাক পরলেও প্যান্টের চেন খুলেই সটান রাস্তায় বেরিয়ে পড়লেন উরফি জাভেদ। নাভির নীচে অনেকখানি খোলা। উরফির এই রূপ দেখে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা।

ভিডিওতে দেখা যাচ্ছে, কারাগারে দাঁড়িয়ে রয়েছেন উরফি জাভেদ। তিনি বলছেন, এই মুহূর্তে গোটা দেশ আপাতত এটাই দেখতে চাইছে। পরের আবার পশ্চিমী ব়্যাপে ঠোঁট মেলাচ্ছেন নায়িকা। গানের প্রতিটা লাইনে ট্রোলারদের ধুঁয়ে দিলেন উরফি জাভেদ।

Advertisements

https://www.instagram.com/reel/CmgIgpTBzJQ/?utm_source=ig_web_copy_link

ঠিক কীভাবে লাইমলাইট দখলে রাখতে হয় সেটা খুব ভালোভাবে জানেন উরফি জাভেদ। খুল্লামখুল্লা কাটাছেঁড়া পোশাক হোক কিংবা শাড়ি, বোল্ড লুকের জন্য তিনি ভক্তদের রাতের ঘুম কেড়ে নেন নিমেষে। প্রতিদিন হাল ফ্যাশনে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি। পোশাক পরে হোক কিংবা না পরে ভক্তদের রাতের ঘুম কাড়তে ব্যাস্ত উরফি।