গর্ভাবস্থায় কি কি সমস্যা পোহাতে হয়েছিল দীপিকাকে? মুখ খুললেন অভিনেত্রী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। একের পর এক ছবিতে তাঁর মারকাটারি অভিনয়ের দিয়ে ভক্তদের মন জয় করেছেন। পেশাগত জীবনের পাশাপাশি দীপিকা তার ব্যক্তিগত…

dipeka

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। একের পর এক ছবিতে তাঁর মারকাটারি অভিনয়ের দিয়ে ভক্তদের মন জয় করেছেন। পেশাগত জীবনের পাশাপাশি দীপিকা তার ব্যক্তিগত জীবনের জন্যও বার খবরের শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী। গত মাসে মা হয়েছেন দীপিকা।

অভিনেত্রীর ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। তার পর থেকেই সন্তানকে নিয়ে ঘর বন্দি রণবীর পত্নী। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কোন কিছুতে দেখা মেলেনি অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা (Deepika Padukone) গর্ভাবস্থায় থাকা কালিন কি কি সমস্যা পোহাতে হয়েছিল সেই নিয়ে মুখ খুলেছেন।

 দীপিকা বলেন,”যখন আমাদের ঘুমের অভাব হয় বা আমরা ক্লান্ত হয়ে পড়ি, তখন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারিনা। আমি নিজেও এই বিষয়টি অনুভব করেছি। আমার কয়েকদিন ধরে কয়েক দিন পর্যাপ্ত ঘুম হচ্ছে না এবং আমি নিজের যত্ন নিই না, তাই আমার সিদ্ধান্ত নেওয়ার নেওয়ার সময় অনেক সমস্যা হয়েছে।”

তিনি আরও বলেন, “এই পরিস্থিতে মনে মধ্যে যে আবেগ অনুভূত হয় তা থেকে শিক্ষা নিয়েছি। সব থেকে বড় জিনিস হল সমালোচনাকে কিভাবে মোকাবেলা করো এবং সেগুলোকে নিজের উপর ইতিবাচকভাবে ব্যবহার করা । আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরতে হবে।”

Advertisements

উল্লেখ্য, আগামী ১ নভেম্বর দীপাবলির সময় মুক্তি পাবে ‘সিংঘম এগেইন’(Singham Again)। ছবির পরিচালনা করেছেন রোহিত শেট্টি। এই ছবিতে লেডি সিংঘম হিসাবে ধরা দেবেন দীপিকা (Deepika Padukone)। এই ছবির মুখ্য ভূমিকায় থাকবেন দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর, রণবীর সিং, অজয় দেবগন, টাইগার শ্রফ, অক্ষয় কুমার, প্রমুখ।