Shreya Ghoshal: শ্রেয়ার জীবনের সেরা পরিচয় কোনটি?

Shreya Ghoshal: ‘আমার জীবনের সেরা উপলব্ধি হল- গায়িকার পরিচয় নয়, বা শ্রেয়া ঘোষালের পরিচয় নয়। বরং একজন মা হয়ে ওঠাই আমার জীবনের সেরা পরিচয়।’ সম্প্রতি,…

Shreya Ghoshal

Shreya Ghoshal: ‘আমার জীবনের সেরা উপলব্ধি হল- গায়িকার পরিচয় নয়, বা শ্রেয়া ঘোষালের পরিচয় নয়। বরং একজন মা হয়ে ওঠাই আমার জীবনের সেরা পরিচয়।’ সম্প্রতি, ইন্ডিয়ান আইডলে ‘মা’ স্পেশ্যাল এপিসোডে নিজের মাতৃত্বকেই এগিয়ে রাখলেন শ্রেয়া। নিজের মাতৃত্বের গল্প বলতে গিয়ে একদিন শ্রেয়া ঘোষাল আরও জানিয়েছিলেন যে ‘দুনিয়া মনে করে গানের সফর সেরা। কিন্তু আসলে মায়েদের প্রার্থনা হল সেরা। আমাদের সবার গানের প্রথম গুরু হন আমাদের মায়েরা। মায়ের গাওয়া গানেই সঙ্গীতের প্রথম সা থাকে। আর আমাদের সরগমের মাঝের সুরও কিন্তু মা। সব মা গায়ক হন বা না হন তাঁরা কিন্তু সকলে সরস্বতী।’

টানা পাঁচ বার জাতীয় পুরস্কার জয়ী গায়িকার কথায়, ‘যখন আমি পরম সুন্দরী গানটা রেকর্ড করেছিলাম,তখন আমি আট মাসের অন্তঃসত্ত্বা। দেবয়ান আমার পেটে। যখন গানটা রিলিজ করল তখন দেবায়ন আমার কোলে। মা হওয়ার পর আমার এই গানটাই প্রথম মুক্তি পায়, এবং সেই সময়কার সুপারহিট গান। দেবায়নকে কোলে নিয়ে আমি প্রচুর নেচেছি এই গানে, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। সেইজন্য দেবায়নের খুব ফেবারিট গান এটা। ও নেচেছি আমরা পরম-সুন্দরীতে’।

   

উল্লেখ্য, ২০২১ সালের মে মাসে জন্ম হয় শ্রেয়া পুত্র দেবায়নের, ভালোবেসে, আদরে, আবদারে বড় হচ্ছে সে। কেরিয়ার মাতৃত্ব সবটাতেই ১০০ শতাংশ দিয়েছেন শ্রেয়া। স্বপ্নের সংসার ও স্বপ্নের কেরিয়ার নিয়ে তিনিই আজ ভারতের অন্যতম গায়িকা শ্রেয়া ঘোষাল।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by shreyaghoshal (@shreyaghoshal)