সম্প্রতি, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) বেঙ্গালুরুতে গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের একটি কনসার্টে অংশ নিয়েছিলেন। কনসার্টে দীপিকার অসাধারণ উপস্থিতি দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন। দিলজিৎ নিজেও দীপিকার খুব প্রশংসা করেন এবং তাকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা তাকে বড় পর্দায় দেখেছি, খুব সুন্দর। সে নিজেই বলিউডে জায়গা করে নিয়েছে। তোমার গর্ব করা উচিত, আমরা সবাই গর্বিত।” কনসার্টে দিলজিতের হিট গান ‘লাভার্স’–এ দীপিকা তার অনন্য নাচের মাধ্যমে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসিত করেন।
কনসার্ট শেষে মুম্বাই ফেরার সময় কালিনা বিমানবন্দরে (Airport) দীপিকাকে (Deepika Padukone) মেয়ে দুয়া পাড়ুকোন সিংয়ের (Dua Padukone Singh) সঙ্গে দেখা যায়। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় দীপিকা তার ছোট্ট মেয়েকে কোলে ধরে মুখ লুকিয়ে রেখে ছিলেন। পাপারাজ্জিদের (Paparazzi) ক্যামেরায় ধরা পড়া এই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। দীপিকা (Deepika Padukone) একটি সাধারণ লাল গাউনে অসাধারণ দেখাচ্ছিলেন।
View this post on Instagram
এটি দীপিকার (Deepika Padukone) প্রথম সন্তানের সঙ্গে কাটানো মুহূর্তের এক অন্যরকম ছবি। দীপিকা এবং রণবীর সিং তাদের মেয়ের নাম রেখেছেন ‘দুয়া পাড়ুকোন সিং’। তারকা দম্পতি ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের প্রথম সন্তানকে স্বাগত জানান।
উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন(Deepika Padukone) তার অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সুখী। শেষ তাকে রোহিত শেঠি পরিচালিত ‘সিংহম এগেইন’ ছবিতে লেডি সিংহামের চরিত্রে দেখা গিয়েছিল। ছবিতে তার বিপরীতে রণবীর সিংকে সিম্বা চরিত্রে দেখা গিয়েছিল। স্টার কাস্ট ছবিটি বক্স-অফিসে দারুন ব্যাবসা করেছিল।