Web series: একাধিক রহস্য নিয়ে আসছে রুদ্রবীণার অভিশাপ পার্ট-২

Web series Rudrabinar Obhishaap

রহস্য সঙ্গে রয়েছে গান, সবমিলিয়ে একেবারে শিলার কেস।  ১ জুলাই হইচই-তে রিলিজ করবে রুদ্রবীণা অভিশাপ (Rudrabinar Obhishaap) পার্ট ২। দ্বিতীয় সিরিজে মুখ্য অভিনয় রয়েছে চারজন সৌরভ দাস বিক্রম চট্টোপাধ্যায় দিতিপ্রিয়া রায় ও রূপসা চট্টোপাধ্যায়। গল্পের টানটান উত্তেজনা নিয়ে মুখিয়ে বসে রয়েছে দর্শকরা। এবার সেখানেই কি নিয়ে আসতে চলেছে পরিচালক সেটাই দেখার।

Advertisements

প্রথম পার্ট এ দেখা গিয়েছিল, রুদ্রপুর এর গ্রাফিক্যাল পিকচার। তারপরেই আগমন ঘটে নাদের অর্থাৎ সৌরভের। তারপর করণ জোহারের মত টানটান উত্তেজনা রেখে গল্পে প্রবেশ করে সাজ অর্থাৎ দিতিপ্রিয়া। আলাপের অর্থাৎ বিক্রমের মা’কে অপহরণ করা হয়। অপহরণের নেপথ্যে হেমন্ত এবং রুদ্রপুরের রুদ্রভৈরব। যেকোনও মূল্যে ‘রাগ সঞ্জীবনী’র হদিশ আলাপকে পেতে হবে, না হলে ফল ভাল হবে না বলেই ফোনে হুমকি দেয় রুদ্রভৈরব। আর তারই হাতের পুতুল নাদ। যে ক্রমাগত মধুবন্তীর কাছের মানুষদের ক্ষতি করতে চায়।

   
Advertisements

মায়ের অপহরণের কথা কাউকে বলতে পারে না আলাপ। তবে ‘রাগ সঞ্জীবনী’র খোঁজ শুরু করে দেয়। আর এই খোঁঁজেই তার সামনে আসতে থাকে নানা অজানা সত্য। কিন্তু সেই অজানা সত্য ভেদ করে গল্প কোন দিকে মোড় নেয়, এবার পার্ট ২ তে সেটাই দেখার।