HomeEntertainmentআসছে বিরহী ২, দর্শকদের জন্য থাকছে সাসপেন্সে ভরা চমক

আসছে বিরহী ২, দর্শকদের জন্য থাকছে সাসপেন্সে ভরা চমক

- Advertisement -

সিরিজ প্রেমীদের জন্য সুখবর। আসছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের ‘ওয়েব সিরিজ’ ‘বিরহী’-এর সিজন ২ (Web Series ‘Birohi’)। প্রথম ওয়েব সিরিজের সাফল্যের পর তাঁর দ্বিতীয় ভাগ নিয়েও উচ্ছ্বসিত কলাকুশলী থেকে এই সিরিজের অনুরাগীরা। আগেরবারের মতো নয়া সিজনটিও দেখা যাবে ইউটিউবের Uribaba চ্যানেলে। সম্প্রতি হয়ে গেল সিরিজটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান।

বাকিটা ব্যক্তিগত সিনেমার জন্য জাতীয় পুরস্কার পাওয়া পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যর ওয়েব সিরিজে ছক্কা হাঁকিয়েছেন ইতিমধ্যেই। কৃষ্ণর জীবন এবার কোনখাতে বইবে সেই নিয়েই তৈরি হয়েছে বিরহী। জানা প্রথম সিরিজের অভিনেতা-অভিনেত্রীরাই রয়েছেন দ্বিতীয় সিজনেও।

   

Web Series 'Birohi' 2 is coming

সিরিজটির মূল চরিত্রে রয়েছেন অভিনেতা সায়ন ঘোষ। এছাড়া বাকি চরিত্রগুলিতে অভিনয় করছেন শতাক্ষী নন্দী, অনুরাধা মুখোপাধ্যায়, দীপক হালদার, অমিত দাস, প্রমুখ। মফস্বলের এক বেকার ছেলেকে নিয়ে শুরু হয়েছিল ‘বিরহী’ ওয়েব সিরিজের গল্প। টিউশনি করেই ছেলেটির জীবন চলত । একসময় ভেঙে যায় তাঁর বিয়েও। বহু স্ট্রাগলের পর গ্রাম থেকে অনেক দূরে ‘বিরহী’ গ্রামের প্রাইমারি স্কুলে শিক্ষকের চাকরি জোটে তাঁর। সেখান থেকেই কৃষ্ণের জীবন বইতে শুরু করে অন্য খাতে। ওই গ্রামেরই একটি NGO-তে কাজ করা এক মেয়ের সঙ্গে আলাপ হয় তাঁর। এই নিয়েই চলতে থাকে গল্প।

Web Series 'Birohi' 2 is coming

তবে বিরহীর নতুন সিজনে থাকছে আরও চমক। দর্শকদের জন্য এই সিজন আসার আগেই থাকছে কিছু প্রশ্ন, রাধা আর কৃষ্ণকে আবার হাবা আর বাবার জগতে ফিরে যেতে হবে ? ট্যাপা আর জমিদার কি অন্য কোনো ঠিকানায় পাড়ি দিলো? নাকি বিরহীর টানে আবারও ফিরে আসবে তারা, আবারও বোম বলাইয়ের গ্রামে একত্রিত হবে সমস্ত চরিত্র… শুরু হবে চেনা চরিত্রদের নিয়ে অচেনা আর এক বিরহীর গল্প?
এই প্রশ্নের উত্তর খুঁজতে অবশ্যই দেখতে হবে বিরহীর নতুন সিজন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular