Trina Saha: ‘শ্রাবণ’ সেজে যা দেখালেন তৃণা!

Trina Saha: খড়কুটো ধারাবাহিকের সাফল্যের পরে এখন আবার ওম সাহানির সঙ্গে পর্দা কাঁপাচ্ছেন তৃণা সাহা। এবার অপূর্ব এক রূপে সামনে এলেন অভিনেত্রী তৃণা সাহা। মাত্র…

Trina Saha

Trina Saha: খড়কুটো ধারাবাহিকের সাফল্যের পরে এখন আবার ওম সাহানির সঙ্গে পর্দা কাঁপাচ্ছেন তৃণা সাহা। এবার অপূর্ব এক রূপে সামনে এলেন অভিনেত্রী তৃণা সাহা। মাত্র কয়েক মাস আগেই শুরু হওয়া লাভ বিয়ে আজকাল ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরেছেন তৃণা। বালিঝড় তাঁকে সাফল্য দেয়নি। তাই এবার অন্যরকম স্টাইলে নতুন চমকে দিচ্ছেন নায়িকা। যা দেখে গোটা টলি পাড়া তো অবাক।

সম্প্রতি অভিনেত্রী তৃণা সাহা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন তাঁর একটি বিশেষ ছবি। এইমুহুর্তে সে ছবি রীতিমত আগুন ঝড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ছবিটি খেয়াল করলে আপনি দেখতে পাবেন যে খোলা চুলে একবারে রঙিন সাজে সেজে উঠেছেন তৃণা। নায়িকার পরনে ছিল সবুজ ও লাল রঙের ঘাগড়া। হাতে ছিল সবুজ রঙের চুড়ি। তবে মেক আপ ছিল হালকা। সঙ্গে ছবির সঙ্গে এক জনপ্রিয় আইটেম গান দিয়েছেন।

   

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতে না হতেই লাইকের সংখ্যা ছাড়ায় 40,000 হাজার ছাড়িয়েছে। কমেন্ট বক্সে উপচে পড়ছে নানান মন্তব্য। ছবিটি পোস্ট করে তো অনেকেই ধারাবাহিকের হিরো ওমের চোখে আরও সুন্দর লাগছিলেন নায়িকা। আসলে লাভ বিয়ে আজকাল চরিত্রের জন্যই এই বিশেষ লুকে সামনে এসেছেন তৃণা। সেখানে শ্রাবণও একজন বার সিঙ্গার। তাই বার সিঙ্গারের লুকের সঙ্গে নিজের লুক ও ইমপ্রেশনকে খাপ খাইয়ে নিতেই এমন অনেকটা আইটেম ড্যান্সার লুকে সামনে হাজির নায়িকা তৃণা সাহা।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Trina Saha Bhattacharya (@trinasaha21)