বলিউডের ভাইজান (Salman Khan) তিনি। তিনি মেয়েদের দাবাং হিরো। কখনও রোম্যান্টিক আন্দাজ, তো কখনও রাফ অ্যান্ড টাফ ম্যান। প্রায় ৩৪ বছর ধরে রাজত্ব করে চলেছেন বলিউডে। এখনও স্টারডামে ভাটা পরেনি কিঞ্চিত। কিন্তু বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর এখন সিঙ্গেল। মনের মানুষের সন্ধান এখনও পাননি। তাই এখন প্রশ্ন উঠছে সলমন খানের অর্জন করা হাজার হাজার কোটি টাকার বারিস কে হবে।
সূত্রের খবর সলমনের মোট ২৩০০ কোটি টাকার সম্পত্তি। প্রতিটি ছবি থেকে প্রায় ১০০ কোটি টাকা করে রোজগার করে থাকেন তিনি। বলিউডের এই সুপারস্টারের ভক্তদের মনে সর্বত্রই প্রশ্ন আসে যে সলমন খানের এত হাজার হাজার কোটি কোটি টাকার সম্পত্তির ওয়ারিসই বা কে? ২ বছর আগে ৫৫ বছরের সলমন খানই টাইমস অফ ইন্ডিয়ার এক প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন যে তিনি বিয়ে করুনই বা না করুন তাঁর মৃত্যুর পরে সমস্ত সম্পত্তির অর্ধেক ভাগ কোনও এক ট্রাস্টকে দেওয়া হবে। যদি তিনি বিয়ে না করেন তবে তাঁর সমস্ত সম্পত্তিই পাবে ট্রাস্ট। সাম্প্রতিক সময়ে সলমন খানকে দেখতে পাওয়া গিয়েছে অন্তিম ছবিতে অভিনয় করতে।
সম্প্রতি আরব আমিরশাহীর দেশে সেরা ব্যক্তিত্বের সম্মানে ভূষিত করা হল সলমন খানকে। আপাতত ‘কভি ইদ কভি দিওয়ালি’ ‘টাইগার ৩ ‘ ‘কিক ২’ ছবির কাছে ব্যস্ত তিনি।