এবছরে শাহরুখের দুই ছবি ‘পাঠান’ ও ‘জওয়ান’ নিয়ে যখন চারিদিকে হইচই। এরই মাঝে ফের একবার কিং খানকে সরাসরি আক্রমণ করলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এক সাক্ষাৎকারে পরিচালক বলেন,আমার মনে হয় তাঁর বর্তমান ছবিগুলি বড্ড বেশি ভাসা ভাসা। ও এর থেকেই ভাল কিছু করতে পারে। তারপরেই পরিচালকের উপর বেজায় চটেছেন শাহরুখ ভক্তরা।
এক সাক্ষাৎকারে পরিচালক আরও বলেন , “ওর যা যা ছবি বেরিয়েছে, ‘পাঠান’ ও ‘জওয়ান’ আমি ছবিগুলি দেখেছি, কিন্তু আমার ভীষণ সুপারফিসিয়াল লেগেছে। অ্যাকশন ছবি হিসেবে ঠিক আছে কিন্তু যদি সিনেমার তৈরির মাপকাঠি হিসেবে ওই ছবিগুলিকে ধরা হয় তবে আমি তার সঙ্গে একমত নই ।আমার এতে সমস্যা আছে।”বিবেক অগ্নিহোত্রী এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে জওয়ানের সাফল্যের মধ্যে শাহরুখ খানের ভক্তরাও তাকে গালি দিচ্ছেন। যদিও চলচ্চিত্র নির্মাতা কারও নাম উল্লেখ করেননি।
বিবেক অগ্নিহোত্রী যতই আক্রমণ করুক, বক্সঅফিস কিন্তু অন্য কথা বলছে। সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে কিং খানের দুই ছবি ‘পাঠান’ এবং ;জওয়ান’। মুক্তির ২৪ দিনের মাথায় জওয়ান ছাপিয়ে গিয়েছে প্রায় ৬০০ কোটি টাকার গণ্ডি। এই আয় কিন্তু শুধুমাত্র এই দেশেই। আর বিদেশে বেশ কিছু দিন আগেই ছবিটি ছাপিয়ে গিয়েছিল ১০০০ কোটি।
এদিকে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ মুক্তি পেয়েছে ২৮ সেপ্টেম্বর। এটি ভারতীয় বিজ্ঞানীদের সংগ্রামের কথা বলে, যারা ভ্যাকসিন তৈরির পিছনে ছিলেন। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বঙ্গতনয়া রাইমা সেন, অনুপম খের, নানা পাটেকর, সপ্তমী গৌড়া এবং পল্লবী জোশী। কিন্তু তা দর্শকদের মনে তেমন প্রভাব ফেলতে পারেনি। নির্মাতা ‘বাই ওয়ান গেট ওয়ান’ টিকিটের অফারও ঘোষণা করেছেন, কিন্তু দর্শক হলমুখো হননি।