Subhashree: স্কুল শেষ হওয়ার পরও বাড়িতেই আসতে চাইছিল না: শুভশ্রী

Subhashree

লাল ফিতে, সাদা মোজা, স্কুল ইউনিফর্ম- সেই সঙ্গে ছোট্ট কাঁধে ঝুলছে কার্টুন আঁকা নীল রঙের স্কুল ব্যাগ। সদ্য খুলেছে স্কুল। আর এর মাঝেই ছেলেকে প্লে-স্কুলে ভর্তি করিয়ে দিলেন রাজ-শুভশ্রী। স্কুল-ইউনিফর্ম পরা ইউভানের ছবি শেয়ার করে আবেগ যেন আর ধরে রাখতে পারছেন মা অভিনেত্রী। বললেন, ‘বিশ্বাস-ই হচ্ছে না যে ইউভান স্কুলে যাচ্ছে।’ ( Subhashree )

একদিকে নুসরত ফারিয়া অন্যদিকে এনা জমজমাটি যশের নববর্ষ

   

জন্মের পর থেকেই তারকা হয়ে উঠেছে ছোট্ট ইউভান। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সে এখন অত্যন্ত জনপ্রিয়। তবে বাবা-মার কারণে তার জনপ্রিয়তা এমনটা ভাবা একেবারেই ভুল। নিজের মিষ্টি মুখ এবং দুষ্টু মিষ্টি স্বভাবের কারণে সকলের কাছে ভীষণ প্রিয় সে। প্রত্যেকের কাছেই সেই খুব প্রিয়। সকলেই তাকে ভালবাসে। তার নামে সোশ্যাল মিডিয়াতে রয়েছে একাধিক ফ্যান পেইজ। তাই খুদে স্টারের স্কুলে যাওয়ার ছবি দেখে সাধারণ মানুষ থেকে শুরু করে ইন্ডাস্ট্রির পিসি-মাসিরাও বেজায় উচ্ছ্বসিত। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ইমন চক্রবর্তী থেকে শুরু করে দর্শা বণিক, ঐন্দ্রিলা শর্মারাও খুদেকে প্রথম দিন স্কুলে যাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

এই বছর সরস্বতী পুজোতে ইউভানের হাতে খড়ি হয়েছে। শুভশ্রী ( Subhashree ) জানিয়েছে ইউভানের পড়াশোনার প্রতি আগ্রহী। জানা গিয়েছে মা-বাবার সঙ্গেই প্রথমদিন স্কুলে গিয়েছে ইউভান। রাজ-শুভশ্রী দু’জনেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কোনওরকম কান্নাকাটি, বায়নাক্কা করেনি ইউভান। বরং শান্তভাবেই স্কুলে গিয়েছে। ক্লাসের সব বন্ধুদের সঙ্গে মিশে গিয়েছে। একসঙ্গে খেলাধুলোও করেছে। মঙ্গলবার ৯০ মিনিট ধরে ক্লাস হয়েছে। স্কুল শেষ হওয়ার পরও নাকি ছেলে বাড়িতেই আসতে চাইছিল না।

একদিকে নুসরত ফারিয়া অন্যদিকে এনা জমজমাটি যশের নববর্ষ

এখন থেকে সপ্তাহে রোজ ২ ঘণ্টা করে ক্লাস হবে। শিক্ষক-শিক্ষিকারা স্কুলের সব বাচ্চাদের প্রতি কড়া দেন। অতঃপর ইউভানকে স্কুলে পাঠিয়ে বেজায় নিশ্চিন্ত তারকাদম্পতি। এবার থেকে ছেলেকে কীরকম টিফিন দেবেন? তা নিয়েও চিন্তিত মা শুভশ্রী ( Subhashree )। জানিয়েছেন, ঘুরিয়ে-ফিরিয়ে পুষ্টিকর খাবারই থাকবে ইউভানের টিফিন বক্সে। তবে কোন স্কুলে ভর্তি হল রাজ এবং শুভশ্রীর ‘জান’? তা এখনও জানা যায়নি।

রহস্য দানা বাঁধল ওম-শ্রাবন্তী সম্পর্কের

এদিকে ইউভানের বিভিন্ন পড়াশুনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আস্তে আস্তে সব কিছুই চিনতে শিখছে সে । যদিও ইউভান এখনও খুবই ছোট। সবে মাত্র ১৮ মাস হয়েছে তাঁর। কারণ সম্প্রতি তাঁর সুন্দর চুল কেটে দেওয়ার পরের ছবি শেয়ার করা হয়েছিল। তাই পড়াশুনার সবে শুরু। আপাতত প্লে স্কুলে কীভাবে সময় কাটাচ্ছে ইউভান, তা দেখার অপেক্ষায় থাকবেন নেটিজেনরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন