Viral Video: রাত ১ টায় কাঞ্চন-শ্রীময়ী, কী করছেন? দেখালেন শ্রীময়ী নিজেই

Viral Video Of Kanchan Sreemoyee

Viral Video: বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে বিয়ে, বিয়ে থেকে আবার বন্ধুত্ব ও প্রেম দুটোই। মিষ্টি একটা সম্পর্ককে আঁকড়ে ভালোবেসে বাঁচছেন শ্রীময় চট্টরাজ ও কাঞ্চন মল্লিক। যেদিন থেকে কাছাকাছি এসেছেন, সেদিন থেকেই যদিও সম্পর্কের সংখ্যা গুণে, বয়সের সংখ্যা গুণে ব্যাপক সমালোচনা শুনতে হয়েছে এই দম্পতিকে। তবে তাতে তো থোড়াই কেয়ার। তাঁরা বর্তমানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছেন আদুরে সংসার। তাঁদের সম্পর্ক যে কতটা মধুর সে প্রমাণ নিত্যদিন দিয়ে চলেছেন শ্রীময়ী। কাঞ্চনও বাদ যাচ্ছেন না। সম্প্রতি যেমন রাত একটার সময় বিছানায় বসে নব দম্পতি কী করেছেন, সেটাও গর্ব করে ফাঁস করেছেন শ্রীময়ী।

বিয়ের পর পরই শ্রীময়ী কী যে হয়েছে ওর। হঠাৎ করে দেখছি আমি একটানা কথা বলে যাচ্ছি, হাঁ করে আমায় দেখছে। আসলে আমাদের বন্ধুত্ব থেকে বিয়ে, তার পরে প্রেম। এই সম্পর্কের কম লড়াই তো ছিল না। ‘পরকীয়া’ বলে দাগিয়ে দেওয়া হল। তার পর কাঞ্চনের বিচ্ছেদ নিয়ে ওঠাপড়া। বিয়ে যে হবে সেটাও ভাবিনি। আসলে শ্রীময়ী মানতেন যে, বিবাহবিচ্ছিন্ন পুরুষকে বিয়ে করা ভুল নয়। কাঞ্চন আইনত বিবাহবিচ্ছেদ করেছে। এ রকম তো নয়, যে একসঙ্গে তিনটে-চারটে বিয়ে করে রেখে দিয়েছে! একসঙ্গে থাকতে না পারলে সম্পর্ক থেকে মানুষ সরে আসে। দু’জনেই ভুল করে। সেই কাঞ্চন বিয়ের মধ্যে দিয়ে যেতে যেতে যে ভুল দেখতে পেয়েছে, সেই ভুল আর আমার সঙ্গে করবে না। আমি নিশ্চিত। তাই বিবাহবিচ্ছিন্ন পুরুষকেই বিয়ে করা উচিত বলে মনে করি।

   

বাস্তবে হয়ত উচিত টাই করেছেন। তাই এদিনের অসুস্থ বউয়ের ঘুম আসছে না দেখে তাঁকে গল্প শোনাচ্ছিলেন কাঞ্চন। সেই ভিডিয়োই দেখিয়েছিলেন শ্রীময়ী। বলেছেন, বউয়ের ঘুম আসছে না বলে রাত একটায় গল্প পড়ে শোনাচ্ছে এত প্রেম? আপনিও দেখুন মিষ্টি ভিডিওটা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sreemoyee Chattoraj Mullick (@sreemoyeechattoraj)

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন