লোকে বলে, “শিশুদের মাথায় সব সময় কোন না কোন দুস্টু বুদ্ধি চলতেই থাকে” আবার কেউ কেউ বলে, “বাচ্চারা যে কোন সময় কি করে বসে তার কোন ঠিক ঠিকানা নেই”। এমনই এক শিশুর মজার বুদ্ধি কার্যত নেট দুনিয়ায় বর্তমানে ভাইরাল(viral video) হয়ে উঠেছে। একটি ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে, একটি শিশু তার পোষ্যকে দিয়ে জোর করে হাতে রঙ ধরিয়ে খাতার আঁকায় রং করাচ্ছে।
Advertisements
https://www.instagram.com/reel/Ckc-j2pJDyX/?igshid=YmMyMTA2M2Y=
Advertisements
এই ভিডিওতে কার্যত হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে। অবিশ্বাস্যভাবে এই ভিডিও নেট দুনিয়ায় লাইক পেয়েছে ১ মিলিয়নের উপরে। নেটিজেনদের মন্তব্য ভরে গেছে কমেন্ট বক্স। অবলীলায় শিশুটি তার পোষ্য বিড়ালের সাথে খেলার ছলের এই ভিডিওটি বহু মানুষের মুখে হাসি ফুটিয়েছে।


