বর্তমানে টলিপাড়ার অভিনেত্রীদের মধ্যে অন্যতম মধুরিমা বসাক (Actress Madhurima Basak), ২০১৫ সালে স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক মিলন তিথির মাধ্যমে প্রথম অভিনয় জীবনে পা রাখেন অভিনেত্রী। তারপরে স্টার জলসার শ্রীময়ী ধারাবাহিকে নজর কেড়েছিলেন সকলের। তাঁর অভিনয় প্রতিভা নিয়ে নতুন করে বলার কিছু নেই, কারণ তাঁর অভিনয় সকলের কাছেই খুব প্রিয়। তাছাড়া অভিনয়ের পাশাপাশি নিজের লুকে সহজেই দর্শকদের মন জয় করেন।
বেশিদিন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত না হলেও তাঁর ভক্ত সংখ্যা নেহাতই কম নয়। দেশের যুব সমাজ তাঁর প্রেমে পাগল। আর তারই কিছু ঝলক অবশ্য মাঝে মধ্যেই উঠে আসে অভিনেত্রীর সামাজিক মাধ্যমের পাতায়। প্রসঙ্গত, গত বছর মুক্তি পেয়েছিল X=Prem, আর সেখানেও একই ভাবে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন অভিনেত্রী তাঁর অভিনয় দক্ষতা দিয়ে।
এক কথায় বলা চলে বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের কাছে থেকে তিনি কোনো অংশে কম যান না। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি নিজের সৌন্দর্য নিয়েও সচেতন অভিনেত্রী, আর ঠিক সেই কারণে মাঝেমধ্যেই তাঁকে দেখা যায় বিভিন্ন খোলামেলা পোশাকে। প্রায়ই তিনি নানা অবতারে পুরুষদের সামনে নিজেকে ধরা দেন। আর তাতে স্বাভাবিক ভাবেই নিজেদের সামলে রাখতে পারে না পুরুষরা।
সম্প্রতি ঠিক সেই রকমই একটি ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে সাদা কালো রঙের মোড়কে নিজেকে ধরা দিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর পরনে রয়েছে ডিপ নেক কাট হাফ টি শার্ট, যাতে অবশ্য তাঁর বুকের কালো তিল স্পষ্ট। সাদা কালো ছবিতে অভিনেত্রীর চোখ জ্বলজ্বল করে উঠেছে।