Vikrant Massey Wedding Pics: ভাইরাল বিক্রান্ত-শীতলের গায়ে হলুদের ছবি

Vikrant Massey Wedding Pics

দীর্ঘদিনের প্রেম গড়াল ছাদনাতলায়। বান্ধবী অভিনেত্রী শীতল ঠাকুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা বিক্রান্ত মেসি (Vikrant Massey Wedding)। তাঁদের বিয়ের ছবিতে এখন ছয়লাপ সোশ্যাল মিডিয়ায়। যা এখন ঘুরছে প্রোফাইল টু প্রোফাইল। আর এরই মাঝে গায়ে হলুদের ছবি নিজেই ভাগ করে নিয়েছিলেন অভিনেতা বিক্রান্ত। যা দেখতে নায়কের প্রোফাইলে ভিড় জমাচ্ছে অনুরাগীরা। ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভরে ওঠে শুভেচ্ছাবার্তায়। রিচা চড্ডা, দিয়া মির্জা, মিকা সিংহ, শার্লিন শেঠি থেকে শুরু করে স্মৃতি ইরানি, পঙ্কজ ত্রিপাঠী, কৃতী খরবন্দা সকলেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের।

Advertisements

Vikrant Massey Wedding Pics

একসঙ্গেই গায়ে হলুদ অনুষ্ঠান পালন করেছেন বিক্রান্ত-শীতল। ফুলের পাপড়ি আর হলুদে মাখামাখি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেতা। হাসি উপচে পড়ছে বর-কনের মুখে। বহু বছরের স্বপ্নপূরণ যেন। গায়ে হলুদে হলুদ পোশাক বেছেছিলেন দুজনেই। হলুদ লেহঙ্গা আর ফুলের সাজে অপরূপা শীতল।

Vikrant Massey Wedding Pics

Advertisements

বলিটাউনে বিয়ের মরশুম চলছে! ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল, রাজকুমার রাও-পত্রলেখা, অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈন, হালে সাতপাকে ঘুরলেন মৌনী রায়-সূরজ নাম্বিয়ার! শুক্রবার বিয়ে করলেন বিক্রান্ত মাসে এবং শীতল ঠাকুর। পরিবার এবং বন্ধুবান্ধবদের উপস্থিতিতে হিমাচলপ্রদেশে বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। তবে বলিউডের কোনও তারকাকেই বিক্রান্তের বিয়েতে দেখা যায়নি!

Vikrant Massey Wedding Pics

ওয়েব সিরিজ ‘ব্রোকেন বাট বিউটিফুল’-এ প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল বিক্রান্ত মেসি এবং শীতল ঠাকুরকে। জানা যায়, ২০১৯ সালে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে তাঁরা রোকা অনুষ্ঠান পর্ব সেরে ফেলেন। তাঁদের বিয়ের পরিকল্পনা আগেই ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বিয়ে পিছিয়ে দেন।