ফের বড় পর্দায় বিক্রম-শোলাঙ্কি জুটি,কিন্তু কোন ছবিতে?

বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে পরিচিত একটি জুটি হলো বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) ও শোলাঙ্কি রায় (Solanki Roy)। তারা প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে…

shohorer-ushnotomo-dine-sequel-Vikram Chatterjee-Solanki Roy-return

বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে পরিচিত একটি জুটি হলো বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) ও শোলাঙ্কি রায় (Solanki Roy)। তারা প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে নদী-তে। সেই সময় থেকেই দর্শকদের দারুণ ভালোবাসা পেয়েছেন। তাদের অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। তবে তাদের সাফল্য শুধু ছোট পর্দায় সীমাবদ্ধ থাকেনি। ২০২৩ সালে তারা আবার একসঙ্গে বড় পর্দায় উপস্থিত হন ‘শহরের উষ্ণতম দিনে’ (Shohorer Ushnotomo Dine) ছবির মাধ্যমে।

ছবিটি তাদের পর্দায় সম্পর্কের এক নতুন দিক তুলে ধরেছিল। অনিন্দিতা ও ঋতবান চরিত্রে অভিনয় করা শোলাঙ্কি ও বিক্রম আবারও নিজেদের রসায়ন দেখিয়ে দর্শকদের মন জয় করেছিলেন। ছবির শেষে অনিন্দিতা, ঋতবানকে ছেড়ে বিদেশে পাড়ি দেয়, যা দর্শকদের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি করেছিল। এবার সেই ছবির সিক্যুয়েল আসতে চলেছে। ছবির নতুন অধ্যায়ের মাধ্যমে জানানো হবে যে, তাদের জীবন কোন দিকে যাচ্ছে এবং কী ঘটছে।

kolkata24x7-sports-News

   

২০২৫ সালের শেষের দিকে শ্যুটিং শুরু হবে ‘শহরের উষ্ণতম দিনে ২’ (Shohorer Ushnotomo Dine Sequel) ছবিটির। এমনটাই একটি রিপোর্টে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত এই ছবির ব্যাপারে খুব বেশি কিছু বলছেন না বিক্রম (Vikram Chatterjee) ও শোলাঙ্কি (Solanki Roy)। তারা নিজেদের আসন্ন প্রকল্পগুলির দিকে মনোযোগী রয়েছেন।

এদিকে, শোলাঙ্কি রায় (Solanki Roy)বর্তমানে হইচইয়ের নতুন সিরিজ বিষহরিতে অভিনয় করছেন। এছাড়াও মৈনাক ভৌমিকের ভাগ্যলক্ষ্মী ছবিতে ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে তাকে। সম্প্রতি তিনি প্রতিম ডি গুপ্তের পরিচালনায় রান্নাবাটি ছবির শ্যুটিংও শেষ করেছেন। শোলাঙ্কির হাতে বেশ কিছু নতুন কাজ রয়েছে, যা তাকে আরও বড় পর্দায় হাজির করবে।

অন্যদিকে, বিক্রম চট্টোপাধ্যায়ের (Vikram Chatterjee) হাতে একগুচ্ছ ছবি। তিনি সদ্যই রাস ছবির শ্যুটিং শেষ করেছেন। এর পাশাপাশি, তাকে মৃগয়া, দুর্গাপুর জংশন সহ একাধিক ছবিতে দেখা যাবে। এবং পারিয়া ২ ছবির শ্যুটিংও এই বছরেই শুরু হবে বলে জানা গেছে। অর্থাৎ, বিক্রমের হাতে অনেক প্রকল্প রয়েছে। তিনি একের পর এক কাজ নিয়ে ব্যস্ত।

তবে, দর্শকদের জন্য সবচেয়ে বড় খবর হলো শোলাঙ্কি রায় (Solanki Roy) ও বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) আবারও একসঙ্গে ফিরছেন বড় পর্দায়। শহরের উষ্ণতম দিনে ২ ছবির সিক্যুয়েলে তারা যে নিজেদের পরিচিত চরিত্রে ফিরে আসবেন। এই জুটি আবার একবার সেই হারানো প্রেমের রসায়ন ফিরিয়ে আনবেন।