Vikram Chatterjee: ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে বিক্রমের নতুন ছবি পরিয়া। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়, শ্রীলেখা মিত্র, সৌম্য মুখোপাধ্যায়রা। পথ কুকুরদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার বিরোধিতা করে এই ছবিটি তৈরি করা হয়েছে।
এদিন এক সাক্ষাৎকারে ছবির প্রচারেই এসেছিলেন বিক্রম। সেখানেই তাঁকে প্রথম প্রেমজীবন নিয়ে জিজ্ঞাসা করা হলে হেসে উড়িয়ে দেন কথাটা। এরপর তাঁকে জিজ্ঞাসা করা হয় যে বাংলা ইন্ডাস্ট্রিতে দেব-জিতের জায়গা কাড়বেন নাকি বিক্রম! বিক্রম উত্তর দেন, ‘খুবই বাজে জোক। উত্তর দিতে চাই না। ওঁরা আমার অনুপ্রেরণা, এতদিন ধরে দর্শকদের বিনোদন দিয়ে এসেছেন ওঁরা। আমি ওঁদের থেকে শিখি, ভাবি আমরাও যেন এমনটা পারি।’
View this post on Instagram
উল্লেখ্য, খুব শীঘ্রই আসতে চলেছে পারিয়া 2। তেমনই আভাস দিয়ে হিরো বললেন, ‘আবার ডায়েট শুরু করব যখন পারিয়ার সিক্যুয়েলের শুট শুরু হবে। এটা কিন্তু শেষ নয়। মনে রাখবেন। এটা চ্যাপ্টার ওয়ান। আরও এমন অনেক চ্যাপ্টার আসবে পারিয়ার।’ ফিগার ধরে রাখার জন্য ডায়েট করা নিয়ে অভিনেতা আরও বলেন যে ‘আমার এখন কোনও ডায়েট নেই। যবে থেকে পারিয়ার শুট শেষ হয়েছে আমি সব খাচ্ছি। যা পারছি খাচ্ছি। আগে আমরা অ্যাবস ছিল, এখন সেটা ফ্ল্যাবস হয়ে গিয়েছে।’
View this post on Instagram