ফেব্রুয়ারিতেই বাগদান সারবেন Vijay Rashmika!

Vijay Rashmika

Vijay Rashmika: ‘সানাই বাজা তোরা,, উলুধ্বনি দে’- জাতীয় ক্রাশ রশ্মিকা মান্দান্না ও বিজয় দেবরাকোন্ডা আসছেন ছাদনাতলা তে। সত্যিই তাই! অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গার গীতাঞ্জলি রশ্মিকা। তাও আবার বহু দিনের চর্চিত প্রেমিক বিজয় দেবরাকোন্ডার সঙ্গে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ফেব্রুয়ারিতেই বসবে বাগদানের আসর।

দাবি করা হচ্ছে, রশ্মিকা মান্দান্নার বাড়ি থেকেই বিয়ে করতে চলেছেন। ইতিমধ্যেই বিজয় দেবেরকোন্ডার সঙ্গে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। রশ্মিকা ও বিজয় ফেব্রুয়ারিতে বাগদান করতে পারেন বলেও শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ করা হয়নি হবু বর কনের তরফে। তবুও আশা করা যাচ্ছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে দুজনেই তাদের বাগদানের ঘোষণা করতে পারেন।

   

উল্লেখ্য, ‘গীতা গোবিন্দম’ এবং ‘প্রিয় কমরেড’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন রশ্মিকা ও বিজয়। এরপর থেকেই দর্শক তাদের অনস্ক্রিন জুটি খুব পছন্দ করেন। আর সেই পছন্দকে সায় দিয়ে ব্যক্তিগত সম্পর্কে এগিয়েছেন রশ্মিকা মান্দান্না এবং বিজয় দেবেরকোন্ডা। তাঁদের ডেটিংয়ের খবর অনেক দিন ধরেই শিরোনামে রয়েছে। যদিও দুজনেই প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি।

প্রসঙ্গত, সম্প্রতি রণবীর রশ্মিকার ছবি ‘অ্যানিমেল’ টিমের তরফে আয়োজন করা হয়েছিল সাকসেস পার্টি। পার্টিতে উপস্থিত ছিলেন ছবির নামি তারকারা। এদিন কালো রঙের পোশাকে অতুলনীয় সুন্দরী লাগছিলেন রশ্মিকা। বলা বাহুল্য, 1 ডিসেম্বর, 2023 এ মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ‘অ্যানিমেল’, আলোড়ন ফেলে দিয়েছিল দর্শক মহলে। এখনও পর্যন্ত দেশের বক্স অফিসে 550.47 কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন