Vijay-Rashmika: ট্যুইটারে রশ্মিকার সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন বিজয়!

বিয়ের বন্ধনে বাঁধতে চলেছেন তিনি। রাশ্মিকার (Vijay-Rashmika) বিয়ের খবরে ম ম করছে সিনে-ইন্ডাস্ট্রি। এই গুঞ্জনে জল ঢাললেন বিজয়। সোমবার রাতে একটি টুইট করেন বিজয়। টুইটে…

rashmika mandanna with boyfriend

বিয়ের বন্ধনে বাঁধতে চলেছেন তিনি। রাশ্মিকার (Vijay-Rashmika) বিয়ের খবরে ম ম করছে সিনে-ইন্ডাস্ট্রি। এই গুঞ্জনে জল ঢাললেন বিজয়। সোমবার রাতে একটি টুইট করেন বিজয়। টুইটে অভিনেতা লিখেছেন, ‘আবারও ভুল কথাবার্তা।’ তবে কোন কথাকে বিজয় ‘ভুল’ বলছেন, তা যদিও টুইটে কোথাও স্পষ্ট ভাবে উল্লেখ করেননি টুইটে। তবে অনুরাগীদের একাংশ মনে করছেন, রশ্মিকার সঙ্গে বিয়ের খবর উড়িয়ে দিতেই এই টুইট করেছেন বিজয়।

নায়িকার প্রেমের গুঞ্জন নতুন নয়। শোনা যায়, বিজয় দেবারাকোন্ডা সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর। এ বার সেই গুঞ্জনেই সিলমোহর বসাতে চলেছেন তাঁরা। তোড়জোড়ও নাকি তুঙ্গে।

   

‘ডিয়ার কমরেড’, ‘গীত গোবিন্দম’-এর মতো আদ্যোপান্ত প্রেমের ছবিতে একসঙ্গে কাজ করেছেন বিজয়-রশ্মিকা। বলা হয়, পর্দার সেই প্রেম গড়িয়েছে বাস্তবেও। একসঙ্গে জিমে যাওয়া থেকে চুপি চুপি শহর ছাড়া— বিজয়-রশ্মিকার কীর্তিকলাপ নিয়ে চর্চার শেষ নেই। আপাতত মুম্বইয়ে দিন কাটছে তাঁদের। একসঙ্গে নানা জায়গায় যেতে দেখা গিয়েছে নায়ক-নায়িকাকে। গুঞ্জন, কাজের পাশাপাশি বিয়ের প্রস্তুতির জন্যই মুম্বই এসেছেন দু’জন। বছর শেষেই ছাদনাতলায় দেখা যেতে পারে দক্ষিণের এই সুন্দরী অভিনেত্রীকে। কিন্তু বিজয়ের এই টুইটের পর খানিক ভাটা পড়েছে সেই আগ্রহে।

Advertisements

 

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News