Monday, December 8, 2025
HomeEntertainmentভয়াবহ দুর্ঘটনার কবলে বিজয় দেবেরকোন্ডা, ভক্তদের মধ্যে উদ্বেগ

ভয়াবহ দুর্ঘটনার কবলে বিজয় দেবেরকোন্ডা, ভক্তদের মধ্যে উদ্বেগ

- Advertisement -

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরকোন্ডা (Vijay Deverakonda) । সম্প্রতি একটি পথ দুর্ঘটনার কবলে পড়েন, তবে সৌভাগ্যবশত অল্পের জন‌্য  তিনি রক্ষা পেয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে জোগুলাম্বা গাদওয়াল জেলার উন্ডাভল্লি সংলগ্ন এলাকায়। অভিনেতার গাড়িটিকে ডান দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। যার ফলে এই দুর্ঘটনা ঘটে।

জানা গিয়েছে, বিজয় দেবেরকোন্ডা পুট্টাপার্থি থেকে হায়দরাবাদের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। তাঁর গাড়ি উন্ডাভল্লি এলাকার কাছাকাছি পৌঁছালে সামনে থাকা একটি বলেরো গাড়ি হঠাৎ করেই ডানদিকে ঘুরে যায়। যার জেরেই ঘটে যায় এই দুর্ঘটনাটি।

   

পুলিশ সূত্রে জানা গিয়েছে, “অভিনেতা বিজয় দেবেরকোন্ডা, তার সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি, এই দুর্ঘটনার সময় গাড়ির ভেতরে ছিলেন। তবে সৌভাগ্যবশত কারোরই কোনো শারীরিক ক্ষতি হয়নি। গাড়ির সামান্য ক্ষতি হয়েছে এবং দ্রুতই বিজয় অন্য একটি গাড়িতে উঠে যাত্রা পুনরায় শুরু করেন।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular