Monday, December 8, 2025
HomeEntertainment'লাশের স্তূপ আর ঝনঝনে তলোয়ার',সাম্রাজ্য রক্ষায় দেবেরকোন্ডা

‘লাশের স্তূপ আর ঝনঝনে তলোয়ার’,সাম্রাজ্য রক্ষায় দেবেরকোন্ডা

- Advertisement -

দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরকোন্ডার (Vijay Deverakonda) নতুন ছবি ‘সম্রাজ্য’ (Samrajya) এর টিজার সম্প্রতি প্রকাশিত হয়েছে। এটি ইতিমধ্যে দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। এই অ্যাকশন-প্যাকড সিনেমাটি বিজয়কে তার সাম্রাজ্য রক্ষা করতে দেখা যাবে। ১ মিনিট ৫২ সেকেন্ডের টিজারটিতে মৃতদেহের স্তূপ এবং ঝনঝন তলোয়ারের শব্দ শোনা যাচ্ছে।

বিজয় দেবেরকোন্ডা (Vijay Deverakonda) নিজেই বুধবার এই টিজারটি প্রকাশ করেছেন। টিজারে কণ্ঠ দিয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। হিন্দি ভাষায় ছবির নাম ‘সম্রাজ্য’ (Samrajya) এবং তেলেগু ও তামিল ভাষায় এটি ‘কিংডম’ নামে পরিচিত। 

   

ছবিটির প্রযোজক হিসেবে ইকারা স্টুডিওজ নাগা ভামসি এস এবং সাই সৌজন্য যৌথভাবে কাজ করছেন। তারা এর আগেও সফলভাবে ‘জার্সি’ ছবিটি প্রযোজনা করেছিলেন। এই ছবিটি জাতীয় পুরস্কার লাভ করেছিল। এছাড়া, বিজয় দেবেরকোন্ডাকে আগের বছরে ‘দ্য ফ্যামিলি স্টার’ ছবিতে দেখা গিয়েছিল। ‘কল্কি ২৮৯৮ খ্রিস্টাব্দ’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন।

বিজয় দেবেরকোন্ডার (Vijay Deverakonda) ক্যারিয়ার এখন পর্যন্ত ২৮টিরও বেশি সিনেমা পূর্ণ করেছে। অভিনেতার গত বছরটি ছিল অত্যন্ত সফল বিশেষত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সাফল্যের। বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি হিসেবে পরিচিত। এ ছবিতে প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং অমিতাভ বচ্চন গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন এবং বিজয় দেবেরকোন্ডার চরিত্রটিও বিশেষ মনোযোগ আকর্ষণ করেছিল।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular