Anjali-Uorfi: লকআপের অঞ্জলি আর বিগবসের উড়ফির নাচে মজেছে নেটপাড়া

Anjali-Uorfi

বলিউড মহলে কান পাতলেই যে অভিনেত্রীর নামে সমালোচনা শোনা যায় তিনি হলেন উরফি জাভেদ (Uorfi Javed)। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাবে এই অভিনেত্রী কে নিয়ে কোনো না কোনো সমালোচনা চলছে। মূলত এই অভিনেত্রীদের পোশাক পরিচ্ছেদের জন্য বারবার সমালোচনা সম্মুখীন হন।

Advertisements

কিন্তু ওর ফ্রি এইসব সমালোচনার কোন তোয়াক্কা না করেই নিজের মনের মালিক হয়ে কাজ করে বেড়ান। অভিনেত্রীর কখনো পরনে রয়েছে কাজ আবার কখনো তার পরনে রয়েছে জাল আবার কখনো তিনি পড়ে বেরিয়ে পড়েছেন আস্ত চাদর কিংবা কখনো ছোট্ট কাপড়ের টুকরো। তারই আজব আজব পোশাক পরিধানের জন্য তার দর্শকেরা প্রায়ই মনোরঞ্জিত হয়ে থাকেন।

   

বর্তমানে সদ্য প্রকাশিত গায়িকার শ্রুতি রানের রিমেক করা ‘ হায় হায় ইয়ে মাজবুরি’ গানের মুখ্য ভূমিকায় নাচ করেছেন উরফি জাভেদ। আর সেই গানেরই প্রচারে ব্যস্ত অভিনেত্রী। সম্প্রতি একটি ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে ইউটিউবার ও গায়ক বিশাল পান্ডের সাথে অভিনেত্রীকে রিল করতে। অভিনেত্রীর পরনে রয়েছে নিজের ডিজাইন ড্রেস সঙ্গে রয়েছে হালকা মেকআপ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements