কলকাতায় ‘ছাভা’ প্রচারে এসে শুদ্ধ বাংলা বলে মুগ্ধ করলেন ভিকি

আর মাত্র কয়েকটা দিন। তারপরেই প্রেক্ষাগৃহে হাজির হবে ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনীত ‘ছাভা’ (Chhava) । এখন জোর কদমে চলছে ছবির প্রচারের কাজ। ছবির প্রচারকে…

vicky-kaushal-visits-kolkata-promote-chhava-talks-in-bengali

আর মাত্র কয়েকটা দিন। তারপরেই প্রেক্ষাগৃহে হাজির হবে ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনীত ‘ছাভা’ (Chhava) । এখন জোর কদমে চলছে ছবির প্রচারের কাজ। ছবির প্রচারকে সামনে রেখে শুক্রবার কলকাতায় এলেন বলিউড অভিনেতা ভিকি। শহরে এসেই ছবির প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন তিনি। এদিন তিনি কালো রঙের পঞ্জাবি এবং সাদা পায়জামা পরিহিত ছিলেন। একদিকে ঐতিহ্যবাহী পোশাক, অন্যদিকে শুদ্ধ বাংলায় কথা বলে দর্শকদের মন জয় করে নিয়েছেন ভিকি কৌশল।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

   

এদিন ভিকি কৌশল (Vicky Kaushal) প্রথমে নারুলা ইনস্টিটিউট অব টেকনোলজিতে যান। সেখানে তিনি খালি পায়ে গাড়ির ছাদে উঠে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়েন এবং প্রণাম জানান। গাড়ির চারপাশে ছিল গেরুয়া পতাকা, যা একটি বিশেষ বার্তা দিচ্ছিল। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

প্রচারে এসে ভিকি কৌশল (Vicky Kaushal) বাংলায় কথা বলেন। তিনি বলেন, “নমস্কার কলকাতা। কেমন আছে? আমার সিনেমা আসছে, ছাভা। তাড়াতাড়ি যান পরিবার আর…” এরপর কিছুটা ভুলে গিয়ে ফের সঠিকভাবে বলেন, “বন্ধুদের নিয়ে। কারণ, এই বছর ভ্যালেন্টাইন্স ডে না। ছাভা দিবস আসছে। ঠিক না?” এদিনের অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা তার কথায় তালি দিয়ে একসঙ্গে সাড়া দেন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

এদিন হলুদ ট্যাক্সিতে চালকের পাশেই বসে তিনি কলকাতার কুশল-মঙ্গল জানতে করজোড়ে নমস্কার জানালেন। এরপর তিনি বললেন, “আমার সিনেমা আসছে ‘ছাবা’। তাড়াতাড়ি পরিবার আর বন্ধুদের সঙ্গে গিয়ে ‘ছাবা’ দেখে আসুন। কারণ এবছর ভ্যালেন্টাইনস ডে নয়, ১৪ তারিখ ‘ছাবা’ দিবস।” এমন সুন্দর বাংলা বলার পর ভিকি কৌশল ট্যাক্সি চালককে জিজ্ঞেস করেন, “কী ঠিক আছে তো?” উত্তরে চালক ভিকির প্রণোদিত বাংলায় সার্টিফিকেট দেন। এরপর ট্যাক্সি ছাড়ার জন্যও ভিকি চালককে বাংলাতেই বলেন, “চলো।”

উল্লেখ্য, “ছাভা” (Chhaava) ছবিটি ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত একটি ঐতিহাসিক ড্রামা। ছবিতে সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল (Vicky Kaushal) । মহারাণী ইসুবাইয়ের চরিত্রে দেখা যাবে দক্ষিণী সুন্দরী রশ্মিকা মন্দানাকে এবং ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় করছেন অক্ষয় খান্না। ছবিটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর। ছবিটির প্রযোজনায় রয়েছেন দীনেশ বিজন। ছবিটি আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে।