Sam Bahadur: মুখ্য চরিত্রে ভিকি! ইন্দিরা গান্ধীর চরিত্রে কে জানেন? ১লা ডিসেম্বর ছবির মুক্তি

ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম হরমুসজি ফ্রামজি জামশেদজি মানেকশর (Field Marshal Sam Hormusji Framji Jamshedji Manekshaw) জীবনি নিয়ে তৈরি হচ্ছে Sam Bahadur। বহু প্রতিক্ষিত এই…

Sam Bahadur: মুখ্য চরিত্রে ভিকি! ইন্দিরা গান্ধীর চরিত্রে কে জানেন? ১লা ডিসেম্বর ছবির মুক্তি

ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম হরমুসজি ফ্রামজি জামশেদজি মানেকশর (Field Marshal Sam Hormusji Framji Jamshedji Manekshaw) জীবনি নিয়ে তৈরি হচ্ছে Sam Bahadur। বহু প্রতিক্ষিত এই ছবি ‘স্যাম বাহাদুর’ ছবি মুক্তি পাবে এই বছরের ১লা ডিসেম্বর।

ভিকি কৌশল-অভিনীত Sam Bahadurপরিচালনা করেছেন মেঘনা গুলজ়ার। ভিকি ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ফাতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রাকে। রনি স্ক্রুওয়ালার প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। ‘স্যাম বাহাদুর’ ভারতের প্রথম যুদ্ধ নায়ক ও প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশর গল্প বলবে।Sam Bahadur: মুখ্য চরিত্রে ভিকি! ইন্দিরা গান্ধীর চরিত্রে কে জানেন? ১লা ডিসেম্বর ছবির মুক্তি

   

‘স্যাম বাহাদুর’ ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশলকে। সানিয়াকে দেখা যাবে স্যাম বাহাদুরের স্ত্রী সিল্লু মানেকশর চরিত্রে। অন্যদিকে ফাতিমা সানা শেখ অভিনয় করবেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর (Indira Gandhi) চরিত্রে।

ফিল্ড মার্শাল স্যাম হরমুসজি ফ্রামজি জামশেদজি মানেকশ, ওরফে স্যাম বাহাদুর, ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সেনার প্রতিনিধিত্ব করেছেন। সেই সময় মাত্র ১৩ দিনে পাকিস্তান সেনাবাহিনীকে কাবু করেছিলেন তাঁরা। প্রায় ৯৩ হাজার সেনা ও সরকার আত্মসমর্পণ করে।

‘রাজি’ ছবির পর এই ছবিতে দ্বিতীয়বার ভিকি কৌশল ও মেঘনা গুলজার একসঙ্গে কাজ করবেন।