সিনেমা প্রেমীদের কাছে ভিকি কৌশল(Vicky Kaushal) এক অন্যতম ভালোবাসার নায়ক। চলতি বছরের আসন্ন ডিসেম্বর মাসে ভিকি কৌশলের বিবাহের পর এই প্রথম তার সিনেমা আসতে চলেছে, সিনেমার নাম গোবিন্দ নাম মেরা। শশাঙ্ক খৈতানের পরিচালনায় তৈরি এই সিনেমা মুক্তি পেতে চলেছে ওটিটি প্লাটফর্মে শুধুমাত্র দেখতে পাওয়া যাবে ডিজনি প্লাস হটস্টারে। ভিকি তার নিজস্ব ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ছবিটির মুক্তি তারিখে সাথে সাথে নতুন পোস্টারের ছবিও পোস্ট করেছিলেন। পোস্টারে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেতার পরনে রয়েছে ক্যাজুয়াল ড্রেস। এই সিনেমাতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখতে পাওয়া যাবে ভিকি কৌশল, কিয়ারা আটবাণী ও ভূমি পেনডেকারকে।
তথ্যসূত্রে জানতে পারে গিয়েছে সিনেমাটিতে গোবিন্দ নামে এক ছেলের গল্প, যিনি ছোট সময়ের জুনিয়র ব্যাকগ্রাউন্ড ড্যান্সার। যদিও নেটিজেনরা এই চলচ্চিত্রের পোস্টারগুলিতে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন, কেউ কেউ খুব বেশি প্রভাবিত হননি। গোবিন্দ নাম মেরা-এর পোস্টারগুলি দেখে অনুমান করা যাচ্ছে যে একটি ত্রিভুজ প্রেমের কাহিনীকে ঘিরে এই সিনেমার গল্প তৈরী করেছে পরিচালক। অভিনেতা তার চরিত্রের পোস্টার শেয়ার করেছেন পোস্টের ক্যাপশন, ‘গোবিন্দ নাম মেরা, নাচনা কাম মেরা। আ রাহা হুন জল, আপনি কাহানি লে কার!’