সলমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বরুন ধাওয়ানের ভাইজি !

বলিউড ভাইজান সলমান খানকে (Salman Khan) নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা থাকে বরাবরের। তার ছবির মুক্তি অপেক্ষায় থাকেন সব অনুরাগীরা। চলতি বছরে ঈদে সলমানের কোনো ছবি…

বলিউড ভাইজান সলমান খানকে (Salman Khan) নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা থাকে বরাবরের। তার ছবির মুক্তি অপেক্ষায় থাকেন সব অনুরাগীরা। চলতি বছরে ঈদে সলমানের কোনো ছবি মুক্তি পায়নি বক্স-অফিসে তবু দর্শকদের নিরাশ করেননি বলিউড ভাইজান। কারন সলমান তার পরবর্তী ছবি সিকান্দারে (Sikander) ঘোষণা করেন।

Advertisements

ইতিমধ্যেই ছবির শুটিং শুরু করেছেন সলমান (Salman Khan) । শুটিংয়ের মাঝে একাধিক ছবি ফাঁস হয়েছে সমাজ মাধ্যমে। এই ছবির হাত ধরে প্রথমবার জুটি বাঁধবেন সলমন খান ও রশ্মিকা মান্দনাকে (Rashmika Mandanna)। ছবির পরিচালনায় রয়েছে এ আর মুরগার দাস। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে সাজিদ নাদিয়াদওয়ালা। ২০২৫ সালে ঈদে মুক্তি পাবে সিকান্দার (Sikander) ।

বিজ্ঞাপন

কিছুদিন আগে শোনা গিয়েছিল ছবিতে একটি গুরত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আরও এক দক্ষণী অভিনেত্রী কাজল আগরওয়ালকে (Kajal Aggarwal)। কিন্তু এরই মাঝে নতুন খবর ছবিতে যোগ দিচ্ছেন এক বলি অভিনেত্রীকে। সিকান্দার ছবিতে বরুন ধাওয়ানের(Varun Dhawan) ভাইজি অর্থাৎ অঞ্জিনী ধাওয়ানকে(Anjini Dhawan) দেখা যেতে চলেছে এক গুরুত্বপূর্ণ চরিত্রে । কিন্তু এ বিষয়ে ছবি নির্মাতা মুখে কুলুপ এঁটেছেন ।

প্রসঙ্গত, ‘বিন্নি অ্যান্ড ফ্যামিলি’ ছবির মাধ্যমে বলিউডে হাতেখড়ি হয়েছে অভিনেত্রী অঞ্জিনী ধাওয়ান (Anjini Dhawan) । একই ছবিতে তিন অভিনেত্রী নিয়ে ২০২৫ সালের ঈদে কি চমক দেবেন ভাইজান, সেই দিকে তাকিয়ে রয়েছে সব সিনেপ্রেমীরা।