Vaani Kapoor : শাড়িতেই আবেদনময়ী বাণী কাপুর আগুন জ্বালছে সোশ্যাল মিডিয়ায়

সেলিব্রিটিরা যতই বোল্ড লুকে ফটোশ্যুট করুক না কেনো,শাড়ি কিন্তু নারীকে আরও বেশি সেক্সি এবং সুন্দর করে তোলে। (Vaani Kapoor ) সেটি ফের একবার স্মরণ করিয়ে…

Vaani Kapoor

সেলিব্রিটিরা যতই বোল্ড লুকে ফটোশ্যুট করুক না কেনো,শাড়ি কিন্তু নারীকে আরও বেশি সেক্সি এবং সুন্দর করে তোলে। (Vaani Kapoor ) সেটি ফের একবার স্মরণ করিয়ে দিলেন অভিনেত্রী বাণী কাপুর। বাণীর পোস্ট করা নতুন ছবিতে মিলল তারই উদাহরণ।

Vaani Kapoor

   

সদ্যই নিজের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে কালো সিফনের শাড়ির সঙ্গে বিকিনি কাট ব্লাউজে ক্যামেরার লেন্সে ধরা দিয়েছেন সুন্দরী।তাই বাণীর উষ্ণতায় কাঁপছে সোশ্যাল মিডিয়া। ( Vaani Kapoor ) খোলা চুল, চোখে মোটা কাজল,কপালে টিপ ও ন্যুড রঙের লিপস্টিকে বাণীর অ্যাটিটিউটে মুগ্ধ নেটপাড়ার প্রতিবেশীরা। সেক্সি মারকাটারি চাবুক ফিগার,ফ্ল্যাট অ্যাবস কার্ভসে সকলের ঘুম উড়াতে সিদ্ধহস্ত বাণী।

Vaani Kapoor

‘বাস্তবে সিদ্ধার্থ একদমই কেয়ারিং নয়’ মিঠাই

বলিপাড়ার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে বাণী হচ্ছেন অন্যতম।তাই অভিনেত্রীর হট ফোটোশ্যুটে কখন নিজেকে মেলে ধরবেন সেই অপেক্ষায় থাকেন ভক্তরা। ( Vaani Kapoor ) বাণীর বিকিনি কাট ব্লাউজে বেরিয়ে রয়েছে অর্ধেক বক্ষ-বিভাজিকা।বাণীর শরীরী নেশায় কুপোকাত হয়েছেন ভক্তরা।বি-টাউনের ফ্যাশন ট্রেন্ডে এখন ইন অভিনেত্রী।শাড়ি হোক কিংবা ওয়েস্টার্ন, যে কোনও পোশাকেই খুব সাবলীল বাণী। নিজের শরীর নিয়েও ভীষণ সচেতন নায়িকা। শরীরচর্চা করতেও ভীষণ ভালবাসেন অভিনেত্রী। ফিটনেস ফ্রিক অভিনেত্রী সেক্সি ফিগারেই বোল্ড আউট হয়েছেন ভক্তরা।

Vaani Kapoor

হলিউড এফেক্টে তৈরি হচ্ছে বাংলার ‘পঞ্চভুজ’

মুক্তির অপেক্ষায় রয়েছে বাণীর আপকামিং ছবি ‘শামশেরা’। করণ মলহোত্রা পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন রণবীর কাপুর, বাণী কাপুর এবং সঞ্জয় দত্ত। যশরাজ ফিল্মসের পিরিয়ড অ্যাকশন ড্রামা এক ডাকাত যোদ্দাদের কাহিনি রয়েছে এই ছবিতে।চলতি বছরের ২২ জুলাই বড়পর্দায় হিন্দি ভাষার পাশাপাশি তামিল, তেলেগুতেও মুক্তি পাবে ‘শামশেরা’।