বড় পর্দায় ফের মিলবে উত্তমকুমারকে দেখার সুযোগ! কীভাবে?

২৪ জুলাই মহানায়ক উত্তমকুমারের (Uttam Kumar) প্রয়াণ দিবস। সেই তারিখকে মাথায় রেখে একটি চলচ্চিত্র উৎসবের (Film Festival) আয়োজন করতে চলছে শিল্পী সংসদ। নন্দন প্রেক্ষাগৃহে দেখা…

Uttam Kumar

২৪ জুলাই মহানায়ক উত্তমকুমারের (Uttam Kumar) প্রয়াণ দিবস। সেই তারিখকে মাথায় রেখে একটি চলচ্চিত্র উৎসবের (Film Festival) আয়োজন করতে চলছে শিল্পী সংসদ। নন্দন প্রেক্ষাগৃহে দেখা যাবে উত্তমকুমার অভিনীত কিছু চলচ্চিত্র। শিল্পী সংসদের প্রকাশ করা তালিকায় নির্ধারিত তারিখগুলির মধ্যে দিনে কখনও একটা আবার কখনও দুটি উত্তম কুমার অভিনীত ছবি দেখানোর কথা বলা হয়েছে নন্দন (Nandan) প্রেক্ষাগৃহে।

২৪ জুলাই থেকে ৭ আগস্ট চলবে এই চলচ্চিত্র উৎসব। নন্দন ১, ২, ৩ প্রেক্ষাগৃহে (Nandan 1,2,3) দেখানো হবে উত্তমকুমার (Uttam Kumar) অভিনীত কিছু ছবি। কী কী ছবি দেখানো হবে এই উৎসবে? একটি নামী সংবাদপত্র প্রকাশ করেছে উৎসবে যেসব ছবি দেখানো হবে তার তালিকা। সেই তালিকা অনুযায়ী, ২৪ জুলাই, অর্থাৎ উত্তমকুমারের প্রয়াণ দিবসে, এবং চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে দেখানো হবে উত্তম কুমার অভিনীত দুটি হিট ছবি ‘সাড়ে চুয়াত্তর’ এবং ‘সবার উপরে’, ২৫ জুলাই দেখানো হচ্ছে ‘মৌচাক’ এবং ‘মন নিয়ে’,২৬ জুলাই তালিকায় রয়েছে, ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ এবং ‘সদানন্দের মেলা’।

   

এই তালিকা অনুযায়ী ২৭ জুলাই থেকে প্রতিদিন দেখানো হবে উত্তমকুমার (Uttam Kumar) অভিনীত দুটি ছবি, যেখানে ২৭ জুলাই দেখানো হচ্চ্ছে ‘রাইকমল’ এবং ‘সাথীহারা’, ২৮ জুলাই, ‘চৌরঙ্গী’ এবং ‘সূর্যতোরণ, ২৯ জুলাই ‘উত্তরায়ণ’ ‘অন্ধঅতীত’, ৩০ জুলাই ‘জীবন তৃষ্ণা’ এবং ‘পৃথিবী আমারে চায়’, ৩১ জুলাই তালিকায় আছে ‘রাজকুমারী’ এবং ‘কখনও মেঘ’।

সেনগুপ্ত পদবি মুছে ফেললেন যীশুর স্ত্রী নীলাঞ্জনা, বিচ্ছেদের পথে দম্পতি?

দিনে দুটি করে ছবি দেখানো ছবি আগস্ট মাসেও। ১ আগস্ট দেখানো হবে, ‘অবাক পৃথিবী’ ‘শুন বরনারী’, ২ আগস্ট ‘প্রিয়বান্ধবী’ এবং ‘পুত্রবধূ’, ৩ আগস্ট থাকছে রাজকন্যা’ এবং ‘যদি জানতেম’, ৪ আগস্ট তালিকায় রয়েছে ‘অভয়ের বিয়ে’ ও ‘শেষ অঙ্ক’। ৫ অগাস্ট দেখানো হবে, ‘শ্যামলী’ এবং ‘উপহার’। ৬ অগাস্ট দেখানো হচ্ছে , ‘জীবনমৃত্যু’ এবং ‘একটি রাত’। চলচ্চিত্র উৎসবের শেষ দিনে অর্থাৎ ৭ আগস্ট দেখানো হচ্ছে ‘সেই চোখ’ এবং উত্তমকুমার অভিনীত শেষ ছবি হবে, ‘থানা থেকে আসছি’।

২৪ জুলাই মহানায়ক উত্তমকুমারের ৪৪ তম মৃত্যুবার্ষিকী । এই দিন উত্তমকুমারকে স্মরণ করতেই এই উদ্যোগ নিল শিল্পী সংসদ। তিনি চলে গেছেন বহু বছর আগে তবুও আজ বাংলীর হৃদয়ে রয়ে গিয়েছেন তিনি। রঙিন সিনেমার যুগেও চাহিদা কমেনি উত্তম কুমারের ছবিটি দেখার। আয়োজকদের আশা মহানায়ককে স্মরণ করতে এই উৎসবে ভালই ভিড় জমাবেন আপামর বাঙালি।