Urvashi Rautela: স্নানঘরে উর্বশীর পোশাক বদলানোর দৃশ্য! তারপর…

সম্প্রতি একাধিক নায়িকার ডিপফেক ভিডিয়ো ছড়িয়েছে সোশাল মিডিয়াতে। সেই নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন অনেকেই। এই তালিকায় এবার যোগ হলো অভিনেত্রী উর্বশী রাউতেলার (Urvashi Rautela) নাম।…

Urvashi Rautela

সম্প্রতি একাধিক নায়িকার ডিপফেক ভিডিয়ো ছড়িয়েছে সোশাল মিডিয়াতে। সেই নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন অনেকেই। এই তালিকায় এবার যোগ হলো অভিনেত্রী উর্বশী রাউতেলার (Urvashi Rautela) নাম। বুধবার ২৩ সেকেন্ডের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেখানে সালোয়ার কামিজ পরে স্নানঘরে ঢুকতে দেখা যায় উর্বশীকে । অভিনেত্রী স্নানঘরের দরজা বন্ধ করে পোশাক বদলাতে শুরু করতেই বন্ধ হয়ে যায় ভিডিয়ো।

এই ভিডিয়ো ছড়াতেই বিতর্ক শুরু হয় সোশাল মিডিয়াতে। অনেকে বলেছেন যে এই ভিডিওটি ‘ডিপ ফেক ‘ও হতে পারে। এর পর বৃহস্পতিবার প্রকাশ্যে এল উর্বশীর (Urvashi Rautela) একটি ফোন কল। সেখানে প্রকাশে আসা ভিডিয়োটি নিয়ে তাঁর ম্যানেজারের কাছে উদ্বেগ প্রকাশ করেন অভিনেত্রী। ফোন কোলে তাঁকে বলতে শোনা যায়, ““তুমি কি ভিডিয়োটা দেখেছ? আমি বুঝতে পারছি না, এগুলো বাইরে ছড়িয়ে পড়ছে কী ভাবে। ওদের সঙ্গে আমায় এখনই কথা বলতে হবে।”

   

এর উত্তরে উর্বশীর (Urvashi Rautela) ম্যানেজারকে বলতে শোনা যায়, “এই ঘটনা খুবই দুঃখজনক। তবে ফোনে কথা না বলাই ভাল। একটু অপেক্ষা করা প্রয়োজন। আপনি ১৯ জুলাই মুম্বই ফিরলে আমরা কথা বলব। ” ভিডিয়োগুলি পোস্ট করেছে মুম্বাইয়ের কিছু পাপারাজ্জি সংস্থা। এই কারণেই অনেকে মনে করছেন যে এই ভিডিয়ো ও ফোন কল দুটোই কোনও ছবি বা ওয়েব সিরিজের প্রচার কৌশল হতে পারে।

কয়েকদিন আগে অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela) , হায়দরাবাদে তাঁর পরবর্তী ছবি, নন্দমুরি বালাকৃষ্ণের ‘এনবিকে ১০৯’ শুটিং করতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন । উর্বশীর টিমের জারি করা একটি প্রেস বিবৃতিতে জানানো হয় জানা যায় যে শুটিং করতে গিয়ে একটি ‘ভয়ানক’ ফ্র্যাকচারের শিকার হন অভিনেত্রী।

উল্লেখযোগ্য, ক্রিকেটার ঋষভ পান্তের মর্মান্তিক দুর্ঘটনার এক বছর পর হাসপাতালে ভর্তি হন উর্বশী (Urvashi Rautela)। গতবছর অভিনেত্রী মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল এবং মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট সমন্বিত একটি সাদা-কালো ছবি শেয়ার করেছিলেন, যেখানে পন্তকে ভর্তি করা হয়েছিল। উর্বশীর মাও সোশাল মিডিয়ায় ওই হাসপাতালের একটি ছবি শেয়ার করেছিলেন। ছবির পাশাপাশি, তিনি তার মেয়েকে উদ্দেশ্য করে লিখেছিলেন,” চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে।”

কথিত আছে, উর্বশী এবং ঋষভ অতীতে একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। পরে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তবে, পন্ত জানিয়েছিলেন যে তিনি ব্যক্তিগতভাবে অভিনেত্রীকে চেনেন না। উর্বশী একবার উল্লেখ করেছিলেন যে ‘আর.পি.’ নামের একজন ব্যক্তি তাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়েছিলেন। অনুরাগীদের অনুমান ছিল এই ব্যক্তি ক্রিকেটার ঋষভ পান্ত। তবে উর্বশী স্পষ্ট করেছিলেন যে তার জীবনে আরপি ছিলেন তার সহ-অভিনেতা রাম পোথিনেনি। অনুরাগীরা অবশ্য এই তথ্য মানতে চাননি। তারা মনে করিয়ে দেন যে অভিনেত্রী অস্ট্রেলিয়ায় ঠিক সেই সময় গিয়েছিলেন যখন ঋষভ পন্ত টিম ইন্ডিয়ার হয়ে সেখানে ম্যাচ খেলছিলেন।