বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela) তার স্টাইল, অভিনয় ও সৌন্দর্যের জন্য বরাবরই আলোচনায় থাকেন। তাকে এর আগে বহু ছবিতে তার নাচ ও অভিনয় দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছে। সম্প্রতি উর্বশী তার নতুন ছবি ‘ডাকু মহারাজ’ নিয়ে শিরোনামে এসেছেন। তবে এর পাশাপাশি সাইফ আলি খানকে নিয়ে তার একটি মন্তব্য তাকে আরও বেশি আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
এই সময়ে উর্বশীর একটি নাচের ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে। ভিডিওতে ২০১২ সালের ‘অগ্নিপথ’ সিনেমার ক্যাটরিনা কাইফের ‘চিকনি চামেলি’ (Chikni Chameli) গানে দুর্দান্ত নাচ পরিবেশন করতে দেখা যায়। উর্বশীর (Urvashi Rautela)প্রাণবন্ত নাচ ও মনমুগ্ধকর উপস্থাপনা উপস্থিত দর্শকদের পাশাপাশি নেটিজেনদেরও হৃদয় জয় করেছে। অনেকই এই পোস্টে মন্তব্যে করেছেন উর্বশী ক্যাটরিনাকে পিছনে ফেলেছেন।
View this post on Instagram
উর্বশী রাউতেলার (Urvashi Rautela) নাচের সময় তার পরনে ছিল ঝলমলে পোশাক, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তার নাচের প্রতিটি স্টেপ ছিল নিখুঁত,যা দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। তার এনার্জি ও এক্সপ্রেশনের কারণে দর্শকরা তাকে করতালির মাধ্যমে উৎসাহিত করেন।
উর্বশীর (Urvashi Rautela) এই নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করতে শুরু করেন। ভিডিওটি ইতিমধ্যেই ১৩,০০০-এরও বেশি লাইক পেয়েছে এবং ক্রমাগত লাইক ও শেয়ারের সংখ্যা বাড়ছে।
অনেকে তার নাচের প্রশংসা করে মন্তব্য করেছেন, যেমন, “উর্বশীর এনার্জি অসাধারণ,” কিংবা “তার সৌন্দর্য ও নৃত্যশৈলী মুগ্ধ করার মতো।” কিছু ভক্ত বলেছেন, “উর্বশী যেকোনো মঞ্চে উপস্থিত থাকলে তা বিশেষ হয়ে ওঠে।” আবার কেউ কেউ তার পোশাক ও স্টাইলের প্রশংসা করেছেন।
উর্বশী রাউতেলা (Urvashi Rautela) তার নাচ, অভিনয় ও ব্যক্তিত্বের মাধ্যমে সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। উর্বশী রাউতেলা ও বালকৃষ্ণকে ‘ডাকু মহারাজ’ ছবির গান ‘দাবিদি দিবিদি’ নিয়ে ট্রোলড হতে দেখা গিয়েছিল। এই গানে উর্বশী রাউতেলা (Urvashi Rautela) ও বর্ষীয়ান দক্ষিণী অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের (Nandamuri Balakrishna) নাচ দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের।
গানটি মুক্তির কিছুক্ষণের মধ্যেই নেটদুনিয়ায় শুরু হয় বিতর্ক। উর্বশী ও নন্দমুরির নাচের (vulgar dance steps) ভঙ্গি নিয়ে প্রশ্ন উঠতে থাকে। নেটিজেনরা (netizens criticism) এই ধরনের নাচ অত্যন্ত ‘অশালীন’ এবং অপ্রীতিকর অভিযোগ করেন।