দক্ষিণী সুপারস্টারের ঘর ভাঙছেন উর্বশী, অশ্লীল নাচের পর কী কাণ্ড ঘটালেন অভিনেত্রী?

বলিউডের জনপ্রিয় অভিনেতা উর্বশী রাউতেলা (Urvashi Rautela) । কেবল একজন অসাধারণ অভিনেত্রীই নন, তার নাম ভারতের সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তিনি ফোর্বসের ধনীদের তালিকায়…

**Meta Description:** "Urvashi Rautela faces backlash after sharing news of her mother’s hospitalization. People react, claiming her mother got admitted after watching 'Daaku Maharaj.' Read the latest controversy surrounding the actress."

বলিউডের জনপ্রিয় অভিনেতা উর্বশী রাউতেলা (Urvashi Rautela) । কেবল একজন অসাধারণ অভিনেত্রীই নন, তার নাম ভারতের সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তিনি ফোর্বসের ধনীদের তালিকায় জায়গা করে নিয়েছেন। তিনি সবচেয়ে কমবয়সী ভারতীয় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। সোশ্যাল মিডিয়াতে তার ১০০ মিলিয়নেরও বেশি ফলোয়ারের রয়েছে।

অভিনেত্রী বর্তমানে চর্চায় রয়েছেন তার আসন্ন ছবি ‘ডাকু মহারাজ’ নিয়ে। ছবিতে দক্ষিণের প্রবীণ অভিনেতা নন্দামুরি বালাকৃষ্ণের (Nandamuri Balakrishna)সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এই ৪৩০ কোটি টাকার বিগ বাজেটের ছবিটি ইতিমধ্যেই সবার মধ্যে চর্চার বিষয় হয়ে উঠেছে। ছবির গানগুলি দর্শকদের মন জয় করেছে । 

   
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by URVASHI RAUTELA (@urvashirautela)

সম্প্রতি ‘ডাকু মহারাজ’ ছবির প্রযোজক নাগা ভামসি মজার ছলে উর্বশীর (Urvashi Rautela) ব্যক্তিত্বের প্রশংসা করেছেন। অন্যদিকে, নন্দামুরি বালাকৃষ্ণ উর্বশী সম্পর্কে রসিকতা করে বলেছেন, “উর্বশী সম্পর্কে কিছু বললে আমার স্ত্রী আমাকে তালাক দেবেন।”

‘ডাকু মহারাজ’ ছবিতে উর্বশী রাউতেলা (Urvashi Rautela) ও নন্দামুরি বালাকৃষ্ণের (Nandamuri Balakrishna) দুর্দান্ত রসায়ন দর্শকরা দেখার জন্য উদগ্রীব। এর পাশাপাশি উর্বশী আরও অনেক বড় প্রজেক্টে কাজ করছেন। তার আসন্ন ছবিগুলির মধ্যে রয়েছে ‘NBK 109’ ছবিতে তার সঙ্গে রয়েছেন ববি দেওল, ‘ইন্ডিয়ান ২’ ছবিতে কমল হাসান ও শঙ্করের সঙ্গে কাজ করছেন । এছাড়ও ‘কাসুর’ ছবিতে আফতাব শিবদাসানি ও জাসি গিলের সঙ্গে অভিনয় করবেন উর্বশী । 

প্রসঙ্গত, কিছুদিন আগে ‘ডাকু মহারাজ’ ছবির গান ‘দাবিডি দিবিডি’(Dabidi Dibidi song) । এই গানে উর্বশী রাউতেলা (Urvashi Rautela) ও বর্ষীয়ান দক্ষিণী অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের (Nandamuri Balakrishna) নাচ দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। গানটি মুক্তির কিছুক্ষণের মধ্যেই নেটদুনিয়ায় শুরু হয় বিতর্ক। উর্বশী ও নন্দমুরির নাচের (vulgar dance steps) ভঙ্গি নিয়ে প্রশ্ন উঠতে থাকে। নেটিজেনরা (netizens criticism) এই ধরনের নাচ অত্যন্ত ‘অশালীন’ এবং অপ্রীতিকর অভিযোগ করেন।