উরফি…স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক! সিগারেট দিয়ে পোশাক বানাতেই ঝাঁঝিয়ে উঠলেন ভক্তরা

পোশাক নিয়ে চর্চার শেষ নেই বলিপাড়ায়। পোশাকের সৌন্দর্যকেও যেন ছাপিয়ে যায় বিতর্ক। খুব একটা অভিনয় করতে দেখা না গেলেও রকমারি পোশাক নিয়ে দিব্যি আছেন মডেল উরফি জাভেদ। কখনও কাচ দিয়ে তৈরি পোশাক, কখনও আবার ব্লেড কিংবা ছবি দিয়ে তৈরি জামা পরে অনেকের নজর কেড়েছেন। হাতের কাছে রোজের ব্যবহারের যে কোনও জিনিস দিয়েই পোশাক তৈরি করে নেন তিনি। এ বার ফের নতুন অবতারে দেখা গেল তাঁকে।

ফ্যাশন দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করা উরফি জাভেদ আবারও ভক্তদের সঙ্গে নতুন ভিডিও শেয়ার করেছেন। পোড়া সিগারেট দিয়ে এবার নিজেকে ঢাকলেন। তৈরী করে ফেললেন আস্ত একটা পোশাক। উরফির এই লুক বেশ প্রশংসাও পাচ্ছে। সম্প্রতি উরফি একটু ভিডিও শেয়ার করেছেন। কয়েক মিনিটের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে।

   

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, উরফি প্রথমে রাস্তা থেকে মানুষের ছুড়ে ফেলা সিগারেটের ফিল্টার তুলছেন এবং তারপর সেগুলো কেটে তার মাঝের অংশ ফেলে দিচ্ছেন। এরপর কাপড়ের ওপর সেগুলোকে আটকে নিজের স্টাইলিশ ওয়ান পিস পোশাক তৈরি করে ভক্তদের চমকে দিয়েছেন। ভিডিওর শেষে লেখা সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।উরফির এই আইডিয়া এবং পোশাক সত্যিই প্রশংসনীয়।

শুধু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাই নন, সমস্ত সেলিব্রিটিরাও উরফির এই লুকসের প্রশংসা করছেন। উরফির এই স্টাইল দেখে যে কেউ মুগ্ধ হয়েছেন । উল্লেখ্য, উরফির এই অনন্য আইডিয়ার কারণেই তার ফলোয়ার সংখ্যা ৪০ লাখেরও বেশি।

উর্ফি জাভেদ সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় এবং প্রতিদিন ভক্তদের সঙ্গে তার সাহসী ভিডিওগুলি ভাগ করে নেন। উরফি জাভেদের ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তার নতুন সব লুক দেখার জন্য। আর উরফিও চুপ থাকেন না। তার ভক্তদের সারপ্রাইজ দিতে পোশাক নিয়ে দুর্দান্ত সব পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন