Urfi javed: নীল তারে শরীর ঢাকল উরফির

তাঁর অদ্ভুত সাজে মূর্ছনা যায় নেতিজেনরা। কখনও বস্তা আবার কখনও খোলা মেলা পোশাকে দেখা যায় উরফি জাভেদকে। প্রায় দিনই তিনি নিজের পোশাক নিয়ে সাধারণ মানুষের…

urfi-javed-blue-wire-dress-goes-viral

তাঁর অদ্ভুত সাজে মূর্ছনা যায় নেতিজেনরা। কখনও বস্তা আবার কখনও খোলা মেলা পোশাকে দেখা যায় উরফি জাভেদকে। প্রায় দিনই তিনি নিজের পোশাক নিয়ে সাধারণ মানুষের কাছে ট্রোল হন। আবার সেই সব ট্রোলের পাল্টা জবাবও দেন তিনি। এবারে উরফিকে (Urfi Javed ) দেখা গেল নীল রঙের তারে। গোটা শরীরে জড়িয়ে রয়েছে নীল রঙের তার। আর সেই নিয়েই সোশ্যাল মিডিয়ায় পড়েছে শোরগোল।

Advertisements

নীল রঙের তারের গোছা সাপের মতো পাকিয়ে নিয়েছেন শরীরে। বিকিনি ড্রেসে শরীরে জড়ানো নীল রঙের তার। বিগ বসের প্রতিযোগী জানিয়েছেন, হ্যাঁ, শুধু তার। এবং সেই তারে কাঁচি চালাইনি এক বারও। সাজ নিয়ে এমন পরীক্ষা-নিরীক্ষা, নতুন কিছু করা, এটাই আমার কাছে ফ্যাশনের সংজ্ঞা।

Advertisements

এর আগেও একাধিবার অদ্ভুদ পোশাকে দেখা গিয়েছিল তাঁকে ( Urfi javed )। যেমন, অ্যালুমিনিয়াম ফয়েলে শরীর ঢাকছেন, কখনও কাচের পোশাকে! কখনও ফুলের থোকায় আড়াল তাঁর যৌবন ঢাকছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)