Byelection Result Live: দিনহাটা-গোসাবায় লক্ষাধিক ভোটে জয়ী TMC

News Desk, Kolkata: উপনির্বাচনে গোহারা হারল বিজেপি। বিশেষ করে উত্তরবঙ্গে। ৪-০ ব্যবধানে জয়ী টিএমসি। Advertisements উপনির্বাচনে কোচবিহারের দিনহাটায় উদয়ন গুহ । জিতলেন ১ লক্ষ ৬১…

Result Live Update

News Desk, Kolkata: উপনির্বাচনে গোহারা হারল বিজেপি। বিশেষ করে উত্তরবঙ্গে। ৪-০ ব্যবধানে জয়ী টিএমসি।

Advertisements

উপনির্বাচনে কোচবিহারের দিনহাটায় উদয়ন গুহ । জিতলেন ১ লক্ষ ৬১ হাজারের বেশি ভোটে। আর দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় সুব্রত মন্ডল জয়ী ১ লক্ষ ৪১ হাজার ৮৯৩ ভোটে।

বিজ্ঞাপন

দিনহাটায় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বুথে ধরাসায়ী বিজেপি।

গোসাবা নাকি দিনহাটা কোন আসনে সর্বাধিক জয়, ক্যালকুলেশনে মত্ত টিএমসি

খড়দহ কেন্দ্রে বামেদের স্বস্তি। সিপিআইএম দ্বিতীয় স্থানে। তিন নম্বরে নামল বিজেপি। গণনা চলছে। 

খড়দহ কেন্দ্রে এগিয়ে টিএমসির শোভনদেব চট্টোপাধ্যায়

দিনহাটায় কেন্দ্রে এগিয়ে টিএমসির উদয়ন গুহ

গোসাবা ও শান্তিপুর কেন্দ্রে এগিয়ে টিএমসি

দিনহাটা গোসাবা শান্তিপুর খড়দহ সবেতেই এগিয়ে টিএমসি

উপনির্বাচন ফল ঘোষণার আগেই বিস্ফোরণ মন্তব্য করেছেন সদ্য বিজেপি থেকে ফের তৃণমূল কংগ্রেসে ফিরে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়। আগরতলা থেকে কলকাতায় এসেই রাজীব বলেন, রাজ্যে বিজেপি সাইনবোর্ড হয়ে যাবে।

জানা গিয়েছে, ফল ঘোষণার আগেই বিধানসভায় ট্রেজারি বেঞ্চে (সরকার পক্ষ)চারটি আসন সংরক্ষিত করা হয়। তবে এই বিষয়ে বিধানসভার তরফে কিছু জানানো হয়নি। বিরো়ধী দলের অভিযোগ, ফলাফল না দেখেন এরকম পদক্ষেপ গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর। তৃণমূল কংগ্রেস রাজ্যে গণতন্ত্র নষ্ট করে দিয়েছে।

▷ পরবর্তী আপডেট একটু পরেই