Tollywood Updates: বড়পর্দায় ফিরছে ‘ভূতের রাজা’

bengali-movie-shoth-bhoot-odbhoot

‘ভূতের রাজা দিল বর। জবর জবর তিন বর।’ তবে এবার রাজা বর দেবেন নাকি শাস্তি তা এখন স্পষ্ট নয়। তবে তিনি বড়পর্দায় ফিরছেন এটা নিশ্চিত। ‘টনিক’ ছবিতে অসামান্য সাফল্যের পর এবার ‘ভূতের রাজা’র ভূমিকায় অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। সিনেমার নাম’ ‘সৎ ভূত অদ্ভুত’। পরিচালক প্রীতম সরকার।

Advertisements

একসঙ্গে ভাইরাল ‘রাজা-মাম্পি’

দুই অসৎ ছেলের সৎ পথে সমাজে বেঁচে থাকার সঙ্গে লড়াইয়ের গল্প ‘সৎ ভূত অদ্ভুত’। প্রেক্ষাপট মূলত আবর্তিত হয়েছে বিল্টু আর রানা দুই বন্ধুকে ঘিরে। পেশায় তারা চোর এবং টিকিট ব্ল্যাকার। বেআইনি কাজ করতে করতে একদিন তারা ধরা পড়ে যায় এবং বেধড়ক মার খায়। অবশেষে, প্রচণ্ড মারধর খেয়ে ঘন জঙ্গলে সেই অবস্থায় তারা চলে যায়। এরপরেই তাদের মাথায় আসে এক অদ্ভুত বুদ্ধি। শর্ত পূরণের তাগিদে সমাজের বড় বড় মহারথীদের সঙ্গে পাল্লা দিয়ে কীভাবে তাদের জীবনের ছন্দ বদলাবে ঠিক এখান থেকেই গল্পের এক নতুন পর্বের শুরু হয়। আদৌ তারা বদলাতে পারবে কি না? কী ঘটেছিল সেদিন রাতে জঙ্গলে? সব মিলিয়ে এক সামাজিক কিন্তু রোমাঞ্চকর নতুন ধরনের গল্প ‘সৎ ভূত অদ্ভুত’।

Advertisements

আলিয়াকে রেখে রশ্মিকার সঙ্গে মানালি সফরে রনবীর

গত ২২ এপ্রিল ছবির ঘোষণা করেন পরিচালক। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, পার্থ সারথি, প্রসূন গাইন, রাজু মজুমদার, পূজা সরকার, ইভলিনা চক্রবর্তী সহ আরও অনেকে।