একগুচ্ছ বাংলা ছবি মুক্তির দিন ফাঁস, বেলাশুরু, হামি ২, কবে রিলিস, জানুন তারিখ

belashuru

বায়োস্কোপ ডেস্ক, কলকাতা- পরপর ছবির মুক্তির দিন ঘোষণা করে দিল উইন্ডোজ প্রোডাকশন। কারণ দেড় বছর বাঙালি সিনেমাহল মুখো হয়নি। বাঙালি বললে ভুল হবে, গোটা বিশ্ব জুড়ে সর্বত্রই নেমে এসেছিল করোনার কালো ছায়া। যার কোপে পড়ে প্রতিটি সেক্টরে দেখেছে ভয়ানক ক্ষতির মুখ। ঠিক তেমনি আবার ঘরবন্দী থেকে সাধারণ মানুষের উঠে এসেছে নাভিশ্বাস।

বিনোদন তো দূর হস্ত দু’মুঠো অন্ন জোগাড় করার আগে মাথার ঘাম পায়ে পড়ছিল। ঠিক একইভাবে সিনে জগতও আর্থিক সংকটে দিনগুণেছে। একাধিক ছবি পাইপলাইনে  নিয়ে অপেক্ষায় ছিল কবে স্বাভাবিক হবে পরিস্থিতি। বর্তমানে বেশ কিছুটা ছন্দে ফেরা গিয়েছে। আর তাই তড়িঘড়ি পুরনো জীবন ফিরে পেতে মরিয়া সকলেই। আর যার জন্য প্রয়োজন বিনোদনের।

   

উল্টোদিক থেকে বলতে গেলে সেলিব্রিটি মহল বা সিনেমা জগৎ অপেক্ষায় ছিল এই দিনটার। বর্তমানে ঝড়ের বেগে চলছে সিনেমা তৈরির প্রস্তুতির কাজ। বেশকিছু ভালো সিনেমা তৈরি হয়ে পড়েছিল মুক্তির অপেক্ষায়, আবার বেশ কিছু সিনেমা অর্ধেক নির্মাণ কাজ আটকে অপেক্ষায় দিন গুনছিল। বক্সঅফিসে সেই পুরনো ঝড় আবারও ফিরে পেতে পাখির চোখ এখন ২০২২।

উইন্ডোজ প্রোডাকশনের ছবি মানেই গ্রীষ্মে ধামাকাদার উপস্থাপনা। কিন্তু দেড় বছরের খামতি মেটাতে এবার এক বছর পর পর ৪ ছবি সামনে আনতে চলেছে এই সংস্থা। মঙ্গলবার পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় তেমনই খবর শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। বেলা শুরু থেকে হামি ২, কবে পাচ্ছি মুক্তি চলুন দেখে নেওয়া যাক। বেলা শুরু ২০ মে, বাবা বেবি ও- ৪ ফেব্রুয়ারি, লক্ষী ছেলে- ১৭ জুন, হামি ২- ২৩ জানুয়ারি। তিনি জানান, সব স্বাভাবিক থাকলে এভাবেই পর পর মুক্তি পাবে চার ছবি। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন