Swastika Mukherjee: আত্মহত্যার চেষ্টা করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়! অভিনেত্রীর জীবনের অজানা সে কথা এখনও ভোলার নয়

Swastika Mukherjee

Swastika Mukherjee: স্বস্তিকা মুখোপাধ্যায়, টলিউডের জনপ্রিয় এক নায়িকা, অনেক জনপ্রিয় বাংলা চলচ্চিত্র ও সিরিয়ালে কাজ করেছেন। বাংলা টিভি সিরিজ ‘দেবদাসী’ দিয়ে তাঁর আত্মপ্রকাশ। তিনি 2001 সালে বাংলা ছবি হেমন্তের পাখি করেছিলেন। ২০০৮ সালে ‘মুম্বাই কাটিং’ দিয়ে বলিউডে অভিষেক ঘটে এই অভিনেত্রীর। তিনি পাতাল লোক ওয়েব সিরিজেও হাজির হয়েছেন। তিনি ডলি মেহরা চরিত্রে অভিনয় করেছেন। তিনি সুশান্তের সাথে ব্যোমকেশ বক্সি ছবিতেও অভিনয় করেছেন।

18 বছর বয়সে বিয়ে হয়

   

স্বস্তিকা মুখার্জি 1998 সালে মাত্র 18 বছর বয়সে বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত গায়ক সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন। 2000 সালে, অভিনেত্রী একটি সুন্দর কন্যার মা হন। কিন্তু এরই মধ্যে খবর আসে তাদের দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না। বর্তমানে দুজনেই একে অপরের থেকে আলাদা হয়ে গেছেন।

আত্মহত্যার চেষ্টা

স্বস্তিকা মুখোপাধ্যায় 2014 সালে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। প্রেমিক সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে ঝগড়ার পর তিনি এই পদক্ষেপ নেন বলে জানা গেছে। দাবি করা হয়েছিল যে স্বস্তিকা কলকাতার একটি হোটেলে সুমনের সাথে থাকতেন এবং সেখানেই তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু স্বস্তিকার বোন অজোপা মুখোপাধ্যায় এই গুজব পুরোপুরি অস্বীকার করেছেন।

প্রসঙ্গত, পরবর্তীতে স্বস্তিকাকে ‘লাভ সেক্স ধোকা’ ছবির সিক্যুয়েলে দেখতে পাওয়া যাবে। বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে মৌনী রায়দের পাশাপাশি নজর কাড়বেন নায়িকা। কিছুদিন আগেই ছবিটির ট্রেলার প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ছবিতে স্বস্তিকা মুখার্জির একটি গোপন দৃশ্যও ভাইরাল হয়ে গিয়েছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন