আরও একবার গভীর চক্রান্তের শিকার উমা

uma

একদিকে স্বপ্ন এবং অপরদিকে সম্পর্ক,কোন দিকে যাবে উমা?সেই ভেবে নেমে এসেছে উমার জীবনে অন্ধকার।বিয়ের পর অভির সহায়তায় উমা স্বপ্নের সন্ধান পেয়ে প্রথমবার মাঠে নেমেছে।কিন্তু তার আগেই নয়া বিপদ,মাঠে নামার আগেই অসুস্থ বোধ করছে উমা।কারণ উমা যাতে খেলতে না পারে,সেই জন্য আলিয়ার চক্রান্তে অভির পিসিমা ওষুধ খাইয়ে দেয়।উমা যখন খেলতে এসে অসুস্থ হয়ে পরে,ঠিক তখনই সেই সুযোগে তাঁর হাতে বেশ কিছু টাকা গুঁজে দিতে চায় এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। টাকা নেওয়ার আগে বারে বারে উমাকে ফোন করতে দেখা যায় অভিমূন্যকে। কিন্তু কোন লাভই হয়না গরীব ঘরের ছেলে,তাঁর জন্য চাকরিটাই না চলে যায়, একথা ভেবে আবার ফাঁদে পা দিয়ে দেয় উমা।আলিয়ার পরামর্শে একজন উমার টাকা নেওয়ার মুহূর্ত ফ্রেমবন্দি করে নেয়।

uma

   

আবার অন্য দিকে অভিকে নিয়ে চিন্তায় বাড়ছে উমার।রাত পর্যন্ত ফেরে না বাড়ি, তাঁর কারন যদিও এখনো অবধি জানা যায়নি। আবার খাবার ছেড়ে উঠে যায় অভির বাবা,সেই মুহূর্তে তাঁর চোখের সামনে ভেসে ওঠে তাঁর বাবার কথা। দুচোখ ভরা জলে সে অভির বাবাকে আটকানোর চেষ্টা করলেও কাজ হয়না কোন, সবটাই নাটক বলে মনে হয় তার। আর মাথার ওপরে আলিয়ার বিপদতো আছেই।এমনই টানটান উত্তেজনায় পরিপূর্ণ জি বাংলার পর্দায় ফুটে ওঠা উমা ধারাবাহিকটি টি আর পি তে চলতি সপ্তাহে ৭.৩ নম্বরে নবম স্থান দখল করেছে। গত সপ্তাহে ৮.৩ নম্বরে ষষ্ঠ স্থানে ছিল,তবে এবার উমার নতুন টুইস্ট

টি আর পি রেট বাড়াতে পারে বলে অনুমান করা হচ্ছে।কি হবে উমার জীবনে স্বপ্নপূরণ নাকি স্বপ্নভঙ্গ?তা জানতে হলে আগামী ১২ ই ফেব্রুয়ারি জি বাংলার পর্দায় চোখ রাখতেই হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন