Tollywood News: একঘেয়ে দাম্পত্যে বসন্তের হাওয়া

বৃদ্ধ হাড়ে লেগেছে বসন্তের হাওয়া। বাঁধন ছাড়া ভালবাসায় মেতে উঠেছে দুজন মানুষ। ফিরে পেয়েছে দপ্তত্যের প্রথমদিকের দিনগুলি। বছর শুরুতেই এক ডজন নতুন গল্প নিয়ে আসছে…

ulot-puran-trailer-realease

বৃদ্ধ হাড়ে লেগেছে বসন্তের হাওয়া। বাঁধন ছাড়া ভালবাসায় মেতে উঠেছে দুজন মানুষ। ফিরে পেয়েছে দপ্তত্যের প্রথমদিকের দিনগুলি। বছর শুরুতেই এক ডজন নতুন গল্প নিয়ে আসছে ‘উরিবাবা’ ইউটিউব চ্যানেল। তারমধ্যে অন্যতম ‘উলট পুরাণ’। নববর্ষে মুক্তি পেল এই সিরিজের ট্রেলার। এছাড়া প্রশাক পেয়েছে ‘হৃদপিন্ড’ ছবির প্রথম লুকও। (Tollywood News )

টিজারে জিৎ-এর সঙ্গে জুটিতে বাজি মারল দ্বিতিপ্রিয়া

সিরিজে দেখা যাবে এক মফস্বলের বয়স্ক দম্পতিকে। তাঁদের নাম নরেন আর মমতাময়ী। হঠাৎ এক সকালে এক আশ্চর্য ওষুধের প্রভাবে দুজনে পৌঁছে যাবে তাঁদের যৌবনে। খিটখিটে দাম্পত্য জীবনে বইতে শুরু করবে বসন্তের ফুরফুরে বাতাস। ( Tollywood News ) জীবনের উল্টো গ্রাফের এই অ্যাডভেঞ্চারে একে একে সামিল হতে শুরু করবে তাদের প্রতিবেশী পরেশ, রমা, বাড়ির দুধওয়ালা এমনকী তাদের ছেলে-মেয়েও।

ulot-puran-trailer

Advertisements

মানিকে মাগে হিতে গায়িকার আবেদন ‘ভারতে আছি সাহায্য করুন’

এই সিরিজে অভিনয় করেছেন, উদয় শঙ্কর পাল, সুচন্দ্রা চৌধুরী, উন্মেষ গঙ্গোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য, পারমিতা মুখোপাধ্যায়, দীপক হালদার, অমিত সাহা, শ্রাবন্তী ভট্টাচার্য, রূপায়ন মণ্ডল, অপরাজিতা ঘোষ দাস, সুশান্ত রাহা ও তিস্তা রায় বর্মন এছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে অপরাজিতা ঘোষ দাসকে। এই এপ্রিলেই মুক্তি পাবে ‘উলট পুরাণ’। ( Tollywood News )