ক্যান্সারের সঙ্গে লড়াই শেষ, প্রয়াত ‘ভূতের ভবিষ্যৎ’-খ্যাত উদয়শঙ্কর পাল

uday sankar pal

দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভোগার পর, শেষ হলো জীবন যুদ্ধ, প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা উদয়শঙ্কর পাল। সোমবার সকাল ৬:১৫ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে খবর ফুসফুসের ক্যান্সারে ভুগ ছিলেন ৭৬ বছর বয়সী ‘ভূতের ভবিষৎ’- খ্যাত এই অভিনেতা। তিনি ভর্তি ছিলেন হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। ৩ সপ্তাহ আগে অবস্থার অবনতি হয় তার।

Advertisements

গতকাল রাতে সমাজ মাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন ‘ভূতের ভবিষ্যৎ’ -এর পরিচালক অনীক দত্ত। তিনি লেখেন, ‘আমার প্রথম ছবি থেকে শুরু করে, আমার সাম্প্রতিক ছবি (যা এখনও ডাব করা হয়নি) সহ প্রায় সব ছবিতেই তিনি ছিলেন। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু শেষ পর্যন্ত তিনি ক্যান্সারের সাথে তার যুদ্ধে হেরে গেলেন।

পরিচালক অভিজিৎ পালও উদয় শঙ্কর পালের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি জানান যে সোমবার সকাল ৬.১৫ মিনিটে প্রয়াত হন অভিনেতা।সন্দীপ রায়, অনিক দত্ত, লগ্নজিতা, দেবলীনা দত্ত প্রমুখ সহকর্মীরা উদয়শঙ্কর পালের পরিবারের পাশে ছিলেন। অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেন তারা।

Advertisements

২০শে মে রাতে শেষকৃত্য অনুষ্ঠিত হবে বর্ষীয়ান অভিনেতার। উদয় শঙ্কর অবিবাহিত ছিলেন। তার দাদা ও ভাই তার শেষকৃত্যে অংশগ্রহণ করবেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।’ভূতের ভবিষ্যৎ’ চলচ্চিত্রে’ আত্মারামের ভূমিকায় অভিনয় করে নজর করেছিলেন অভিনেতা। এছাড়াও ‘রয়েল বেঙ্গল রহস্য’, ‘চতুষ্কোণ’, ‘প্রফেসর শঙ্কু ও এল্ ডোরাডো’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘শজারুর কাঁটা’, ‘ফেলুদা ফেরত’, ‘অপরাজিত’ সহ বহু চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি।