Gadar 2: হলের বাইরে পড়ল দু-দুটি বোমা! এলাকায় তীব্র আতঙ্ক

পটনায় সিনেমা হলেই বাইরে ছোঁড়া হল দুটি বোমা। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। এই প্রেক্ষাগৃহেই চলছে ব্লকবাস্টার ছবি ‘গদর ২। (Gadar 2) ’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ব্যপক সাড়া ফেলেছে সানি দেওলের গদর ২। সমগ্র দেশে সিনেমা হলে চলছে এই ছবি। শুধু চলছেই না, রীতিমত হাউসফুল সিঙ্গে স্ক্রিন থিয়েটার বহু বছর পর। গদর ২ ছবি দেশের সিনেমা হলগুলির সুদিন যেন ফিরিয়ে দিয়েছে। সকলেই দলে-দলে হলে গিয়ে দেখছে গদর ২। এমনই একটা হলেই বাইয়ে বৃহস্পতিবার এমন ভয়াবহ ঘটনা ঘটে গেল। দু-দুটো বোমা ছোঁড়া হল হলের বাইরে।

বৃহস্পতিবার বিহারের পটনায় একটি সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলের বাইরে কয়েকজন দুষ্কৃতী দুটো কম তীব্রতার বোমা ছোঁড়ে। দুটো বোমা ছুঁড়লেও একটি ফেটে বিস্ফোরণ হয়। আরেকটি বোমা ফাটেনি। ঘটনায় কোন হতাহতের খবর আসেনি। এই ঘটনার জন্য দুজন সন্দেহভাজন কে গ্রেফতার করেছে পুলিশ।

   

সিনেমা হলের মালিক সুমন সিনহা ঘটনাটি নিশ্চিত করেছেন। বিনোদন সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা কে জানিয়েছেন যে কয়েকজন গদর ২ টিকিটের ব্ল্যাকে বিক্রি করার চেষ্টা করে এবং তখনই এমন ঘটনাটি ঘটায়। হলের মালিক আরও জানিয়েছেন যে ওই দুষ্কৃতীরা তার কর্মচারীদেরকেও হেনস্তা করেছে। বিস্ফোরণ সম্পর্কে সুমন জানান যে সিনেমা হল থেকে কিছুটা দূরত্বে হয়েছে বোমা বিস্ফোরণটা। ব্ল্যাকে গদর ২-এর টিকিট বিক্রি করার জন্য দুষ্কৃতীরা তাদের অনুমতি চায়। তার দল সেই অনুমতি না দেওয়ায় এমন ঘটনা ঘটায় বলে হল মালিক দাবি করেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন