
প্রয়াত হলেন RRR সিনেমার অভিনেতা রয় স্টিভেনসন। পরিচালক রাজামৌলি পরিচালিত দক্ষিণ ভারতের এই সিনেমায় শেষবারের মতো দেখা গিয়েছিল অভিনেতাকে। RRR যে সকলের নজর কেড়েছে সেটা নতুন করে বলে দেওয়ার দরকার পড়ে না। সর্বোপরি রয় স্টিভেনসনের অভিনয় হয়ে দাঁড়িয়েছে মাইল ফলক। মাত্র ৫৮ বছর বয়সেই নিভে গেলো জীবন প্রদীপ। তাঁর প্রয়াণে স্তব্ধ গোটা বিনোদন জগৎ।
ছবিতে ব্রিটিশ শাসকের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। আজ সকালেই তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। তারপরেই শোক প্রকাশ করেন সকলে। শোক প্রকাশ করেছেন RRR টিম থেকে শুরু করে ছবির পরিচালক রাজামৌলি সকলেই। পরিচালক শোকবার্তা প্রকাশ করে জানান, ‘তাঁর সাথে কাজ করতে পারা এক অভিজ্ঞতা। গোটা পরিবেশটাকে তিনি পাল্টে দিতেন মজার ছলে। তাঁর আত্মার শান্তি কামনা করি, তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই’।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










