স্টারকিড ভাইজান, বলিউডে পা রেখে কত কোটির সম্পত্তি পকেটজাত করলেন সলমন

salman khan

সলমন খান বলে কথা, সেলিম খানের পুত্র, ফলে তাঁর বলিউড সফর যে নজর কাড়া হবে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সলমন খানের ক্ষেত্রেও বিষয়টা ঠিক তেমনই হওয়ার কথা ছিল। কিন্তু না, শুরুটা মোটেও এতটা স্বস্তিদায়ক ছিল না। প্রথম ছবি সুপারহিট হওয়ার পরও ডাক পাচ্ছিলেন না সলমন খান। পারিশ্রমিকের ক্ষেত্রেও অঙ্কটা ঠিক তেমনই ছিল। 

প্রথম ছবি করে সলমন খান হাতে পেয়েছিলেন, মাত্র ৩০ হাজার টাকা। আর বর্তমানে সেই অঙ্ক দাঁড়িয়েছে ৫০ কোটি টাকা। তাও ছবি বিশেষে তা পরিবর্তন হতে থাকে। সলমন খানের বর্তমানে বার্ষিক আয় ২০০ কোটি টাকা।বর্তমানে তাঁর আর্থিক সম্পত্তির মোট পরিমাণ ২৩০৪ কোটি টাকা। কেবল মাত্র ছবি নয়, একের পর এক ব্যবসা থেকেও টাকা ঢুকছে ভাইজানের। 

   

স্টারকিড ভাইজান, বলিউডে পা রেখে কত কোটির সম্পত্তি পকেটজাত করলেন সলমন

এরপর তালিকায় থেকে যায় বিগ বসের সঞ্চালনা ও বিজ্ঞাপন। যার ফলে সলমন খানের মোট আয়ের পরিমাণ হু-হু করে বেড়ে চলেছে। বিং হিউমন-এর তরফ থেকে সলমন খানের বেশ কিছু প্রোডাক্ট গত কয়েকবছরে মার্কেটে লঞ্চ করেছে। যার বাজারে চাহিদাও বেশ। তবে ছবির ক্ষেত্রে বক্স অফিস ঝড়ের দাপটটা খানিক কম। যদিও পাইপ লাইনে একের পর এক ছবি বর্তমানে সাজিয়ে রেখেছেন ভাইজান। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন