Arkaprabha: ‘এক কাজ বেশিদিন ভালো লাগে না। তাই মাঝে মধ্যেই পেশা বদল করি। গত এক বছরে একসঙ্গে পরিচালনা, ওয়েডিং ফটোগ্রাফি, মডেলিং, অ্যাকটিং সবটাই করেছি।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় এমনটাই বলেছেন তোমাদের রানী সিরিয়ালের হ্যান্ডসাম হিরো। আসলে বহু গুণের মানুষ তিনি। অভিনয়ে আসার ইচ্ছেটা সেভাবে না থাকলেও চেয়েছিলেন উকিল হতে। মনের সেই সুপ্ত ইচ্ছের কথা প্রকাশ্যেই জানিয়েছেন এদিন।
অর্কপ্রভ দিব্যি জানিয়েছেন, তাঁর অভিনেতা হওয়ার ইচ্ছে সেভাবে ছিল না। ছোটপর্দায় ডাক্তার হলেও বাস্তবে তিনি উচ্চ মাধ্যমিক ফেল। অভিনেতার কথায়, তিনি উকিল হতে চেয়েছিলেন। কিন্তু উচ্চমাধ্যমিকে ফেল করেন একবার। তারপর আর ফেল করার ভয়ে আইন নিয়ে পড়ার সাহস দেখাননি। কিন্তু মনের সেই ইচ্ছেটা আজীবন রয়ে গিয়েছে।
পরবর্তীতে অর্কপ্রভ জার্নালিজম এবং মাস কমিউনিকেশন নিয়ে যথারীতি পাশ করেন। তিনি স্পষ্টতই জানিয়েছিলেন যে, চাইলে সাংবাদিকও হতে পারতেন। কিন্তু হননি। অভিনয়ে আসার কথাও কোনওদিন ভাবেননি। গান গাইতেন। অভিনেতার কথায়, ‘এরপর জুনিয়র আর্টিস্ট, ক্যারেকটার আর্টিস্ট হিসেবে কাজ করেছি। মুম্বইতে দীর্ঘ সময় সহকারী পরিচালক হিসেবে কাজ করে যখন কলকাতায় এলাম কিছুদিনের জন্য ভাবলাম ক্রিয়েটিভ ডিরেক্টর বা সহকারী পরিচালকের কাজ খুঁজছিলাম।’ এরপরেই ভাগ্যবশত মুখ্য অভিনেতা হওয়ার সুযোগ পেয়ে গিয়েছিলেন অর্কপ্রভ।
উল্লেখ্য, এখন জলসায় তোমাদের রানীর ঘোড়া ছুটছে টগবগিয়ে। দুর্জয় আর রানীর রসায়নে মুগ্ধ প্রত্যেকেই। সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন প্রমোর অপেক্ষায়ও থাকেন দর্শকরা। সব মিলিয়ে দু’জনের খুনসুটি, আবেগ, আদরে ভরা রিলের সংসার এখন দেখার মতোই।