গোপনে বাগদান সারলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম হল্যান্ড ও জেন্ডায়া!

বিশ্বের বিখ্যাত ‘স্পাইডার-ম্যান’ তারকা দম্পতি টম হল্যান্ড (Tom Holland) ও জেন্ডায়া (Zendaya) এখন শিরোনামে। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড -এর সময় এই জুটির বাগদানের খবর তোলপাড় সৃষ্টি…

Zendaya and Tom Holland Secretly Get Engaged! Inside the 'Spider-Man' Couple's Private Moment

short-samachar

বিশ্বের বিখ্যাত ‘স্পাইডার-ম্যান’ তারকা দম্পতি টম হল্যান্ড (Tom Holland) ও জেন্ডায়া (Zendaya) এখন শিরোনামে। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড -এর সময় এই জুটির বাগদানের খবর তোলপাড় সৃষ্টি করেছে। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সারা বিশ্বের সিনেমা ইন্ডাস্ট্রি থেকে বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিয়েছিলেন। কিন্তু পুরস্কার বিতরণী থেকে বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় এই জুটির বাগদান (Engagement) খবর।

   

আসলে গোল্ডেন গ্লোব পুরস্কার অনুষ্ঠানে জেন্ডায়া (Zendaya) সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছিল। এদিন পুরস্কার অনুষ্ঠানে জেন্ডায়া কমলা ঝলমলে পোশাকে পরে উপস্থিত হয়েছিলেন। তবে অভিনেত্রীর হাতে একটি হীরার আংটি পড়া সবার নজর কেড়েছে। ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে দ্রুত ভাইরাল হয়ে যায়। এর পর থেকে হল্যান্ড (Tom Holland) ও জেন্ডায়া (Zendaya) বাগদানের খবর ছড়িয়ে পড়ে। অনেকেই ধরে নিয়েছিল, এই সুন্দর আংটিটি সম্ভবত টম হল্যান্ডের পক্ষ থেকে বাগদানের প্রস্তাবের চিহ্ন। পরে TMZ রিপোর্টে এই গুঞ্জন সত্যি বলে নিশ্চিত করা হয়। 

টিএমজেডের প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালে হল্যান্ড ও জেন্ডায়া প্রেম শুরু হয়। এই তারকা দম্পতি তাদের বাগদানকে (Engagement)গোপন রাখতে চেয়েছিলেন। বড়দিনে টম হল্যান্ড (Tom Holland) নিজেই জেন্ডায়াকে বিয়ের প্রস্তাব দেন। তবে কোনো জমকালো অনুষ্ঠান ছাড়াই, অত্যন্ত ব্যক্তিগতভাবে। এমনকি এই প্রস্তাবের সময় তাদের পরিবারের কেউ উপস্থিত ছিল না। 

বিয়ের বিষয়ে জানতে চাইলে এই দম্পতি টিএমজেডকে বলেন, তারা বিয়ের ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। বর্তমানে তাদের হাতে বেশ কিছু বড় প্রকল্প রয়েছে। সেগুলির মধ্যে অন্যতম ক্রিস্টোফার নোলান পরিচালিত আসন্ন ছবি “দ্য ওডিসি”। এটি ২০২৬ সালের মধ্যে মুক্তি পেতে পারে। এই ছবিতে হল্যান্ড ও জেন্ডায়া একসঙ্গে কাজ করবেন।